আসসালামু আলাইকুম।
ইসলামিক শিক্ষা যারা অর্জন করে তারা তো শুধু কোরআন হাদিসের পড়া পড়ে। তাদের এই পড়ালেখা নিয়ে তো তারা উম্মাহ এর জন্য কোনো কিছু আবিষ্কার করতে পারছে না। তারা এই পড়ালেখা দিয়ে তো প্রযুক্তির কোনো কাজে আসতে পারছে না। তাহলে শুধু ইসলামিক জ্ঞান অর্জন করা কতো টুকু যুক্তিযুক্ত?
আর মেয়েরা যদি জেনারেল লাইনে পড়ালেখা করে জব করে মানুষ এর উপকার এ আসতে পারে তবে কি সে সেটা করবে নাকি শুধু ইসলামিক শিক্ষা অর্জন করে ঘরে বসে থাকবে? কোনটা একজন মেয়ের জন্য বেশি ভালো?