আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
36 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (27 points)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আমি একজন মুসলিম। আমি সম্প্রতি ঈশ্বরদী EPZ-তে অবস্থিত MGL Company BD Ltd. নামক একটি প্রতিষ্ঠানে HR Admin পদে চাকরি পেয়েছি। এই কোম্পানি মূলত wig (চুলের টুপি), hair extension, এবং নকল চুল (synthetic/artificial hair) তৈরি করে বিদেশে রপ্তানি করে।

আমার কাজের পরিধি হলো:

  • কর্মীদের হাজিরা ও বেতন সংক্রান্ত তালিকা প্রস্তুত করা

  • অফিসের কম্পিউটার ও সফটওয়্যার ব্যবস্থাপনা

  • HR ও administrative তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা

  • অফিস অ্যাপ্লিকেশন এবং IT support ইত্যাদি

এই কাজগুলো মূলত কম্পিউটার এবং ব্যবস্থাপনা সম্পর্কিত, এবং আমি কোনো চুলের তৈরি বা বিক্রয় প্রক্রিয়ার সাথে সরাসরি জড়িত নই।

তবে আমি জানতে চাচ্ছি যে —
এই কোম্পানিতে কাজ করা আমার জন্য ইসলামী শরীয়ত অনুযায়ী হালাল হবে কিনা, কারণ:

  1. তারা কিছু ক্ষেত্রে মানব চুল (human hair) ব্যবহার করে, যেটা wig বানাতে ব্যবহৃত হয়।

  2. কিছু wig হয়তো মেয়েরা সাজসজ্জা বা জালিয়াতির উদ্দেশ্যে ব্যবহার করে।

  3. আমার কাজ যদিও সরাসরি wig উৎপাদনের সাথে যুক্ত নয়, কিন্তু কোম্পানির সামগ্রিক কার্যক্রমে আমি অংশ নিচ্ছি।

এমন অবস্থায়, আমার জন্য এই কোম্পানিতে চাকরি করে উপার্জন করা হালাল হবে কি?
আমি কি গুনাহগার হবো?
এই চাকরি থেকে রোজগার করে সংসার চালানো জায়েজ হবে কি না?

আমি শরিয়তসম্মত দিকনির্দেশনা চাই যেন আমি হালাল রিজিকের পথে থাকতে পারি।

জাযাকাল্লাহু খইর।

1 Answer

0 votes
by (660,660 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

https://ifatwa.info/68003/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 

হাদীস শরীফে এসেছেঃ 
রাসুলুল্লাহ সাঃ বলেছেন,

أنه لعن الْوَاصِلَةِ وَالْمُسْتَوْصِلَةِ وَالْوَاشِمَةِ وَالْمُسْتَوْشِمَةِ

‘‘যে ব্যক্তি নিজে পরচুলা লাগায় এবং যে অন্যের কাছে লাগিয়ে নেয় এবং যে নিজে উল্কি আঁকে এবং উল্কি লাগিয়ে নেয় আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেন।’’ (সহিহুল বুখারী, পোশাক অধ্যায়, হাদিস নং ৫৪৭৭)

পরচুলা ব্যবহার করা জায়েজ নেই।
তবে মানুষের চুল ব্যাতিত কোনো অন্য জীবের পরচুলা পড়ার অনুমতি কিছু ইসলামী স্কলারগন দিয়েছেন।

و في الفتاوى الهندية-  ووصل الشعر بشعر الآدمي حرام سواء كان شعرها أو شعر غيرها كذا في الاختيار شرح المختار ولا بأس للمرأة أن تجعل في قرونها وذوائبها شيئا من الوبر كذا في فتاوى قاضي خان في جواز صلاة المرأة مع شعر غيرها الموصول اختلاف بينهم والمختار أنه يجوز كذا في الغياثية (الفتاوى الهندية-1/358
সারমর্মঃ
মাথার চুলের সাথে মানুষের চুল মিলানো হারাম। চাই নিজের চুল হোক বা অন্যের চুল হোক। তবে অন্য কোনো জীবের চুল লাগানোতে সমস্যা নেই।

★ওযরবশত মহিলা বা পুরুষ মাথায় কৃত্রিম চুল (যা মূলত মানুষের চুল নয়; প্লাস্টিক বা অন্য কোন পদার্থ দিয়ে তৈরী) ব্যবহার করতে পারবেন।

তবে এটি বিশেষ প্রয়োজনে।
নতুবা বিনা ওযরে তথা ফ্যাশনের জন্য এ ধরনের পরচুলা ব্যবহার করাও জায়েজ নেই।

https://ifatwa.info/10736/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 

চুল বিক্রি করা নাজায়েজ।
বরং এগুলোকে দাফন করতে হবে।

ইমাম মুহাম্মদ রহঃ তার রচিতগ্রন্থে বলেন,

 ولا يجوز بيع شعر الانسان

অর্থ, মানুষের চুল বিক্রি করা জায়েয নাই।
(মাজেউস সগীর মায়া নাফেউল কবীরঃ ১/৩২৮)

জাসেউস সগীরের ব্যাখ্যাগ্রন্থ নাফেউল কবীরে এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন,

ولا يجوز بيع شعر الإنسان إلخ لأن الإنسان مكرم فلا يجوز أن يكون منه شئ مبتذل

অর্থ,(মানুষের চুল বিক্রি করা জায়েয নাই) কেননা, মানুষ হলো সম্মানী। সুতরাং কিছূতেই জায়েয হবে না মানুষের কোন অঙ্গকে অমর্যাদা করা।
(নাফেউল কবীর শরহে জামেউস সগীরঃ ১/৩২৮)

কানজুদ দাকায়েকের ব্যাখ্যাগ্রন্থ তাবঈনুল হাকায়েকে আছে,

قَالَ ( وَشَعْرِ الْإِنْسَانِ ) يَعْنِي لَا يَجُوزُ بَيْعُ شَعْرِ الْإِنْسَانِ وَالِانْتِفَاعُ بِهِ ؛ لِأَنَّ الْآدَمِيَّ مُكَرَّمٌ فَلَا يَجُوزُ أَنْ يَكُونَ جُزْؤُهُ مُهَانًا

অর্থ, কানজুদ দাকায়েকের লিখকের কথা (মানুষের চুল) । অর্থাৎ অর্থ,মানুষের চুল বিক্রি করা জায়েয নাই কেননা, মানুষ হলো সম্মানী। সুতরাং কিছূতেই জায়েয হবে না মানুষের কোন অঙ্গকে অপমানীত করা।
(তাবঈনুল হাকায়েকঃ ১০/৪৬৩)

এ সংক্রান্ত বিস্তারিত জানুনঃ 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
মানব চুল বিক্রয় করা যেহেতু জায়েজ নেই,তাই প্রশ্নের বিবরণ মতে সেখানে চাকরি করা জায়েজ নেই।

দ্রুত অন্য কোনো হালাল চাকরি খোজার পরামর্শ রইলো। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
শাইখ আমি কোম্পানি থেকে জেনেছি যে প্রায় সব চুল ই কৃত্রিম, মানব চুল নেই বললেই চলে,, সেক্ষেত্রে কি চাকরি করা হালাল হবে?
by (660,660 points)
এক্ষেত্রে চাকরি হালাল হবে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...