জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
হাদীস শরীফে এসেছেঃ-
عن ابي ھریرة رضي الله عنھ : من صلي صلاة العصر في یوم الجمعة فقال قبل ان یقوم من مقامھ
" اللھم صل علي محمد النبي الامي و علي الھ وسلم تسلیما غفرلھ ذنوب ثمانین عاما , وكتبت لھ
عبادة ثمانین سنة
হযরত আবু হুরাইরা (রাযি.) হতে বর্ণিত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইিহ
ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজর পর না উঠে ঐ
স্থানে বসা অবস্থায় ৮০ বার নিম্নলিখিত দরুদ শরীফ পাঠ করেব, তার ৮০
বছরের গুনাহ মাফ সবে এবং ৮০ বছেরর নফল ইবাদতের সওয়াব তার আমল নামায়
লেখা হবে।
,
দরুদটি হলো : ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মািদিনন নাবিয়্যিল উম্মিয়্যি
ওয়া‘আলা আলিহী ওয়াসাল্লিম তাসলীমা’।
,
.
তাখরীজুল হাদীস: হাদীসটি বর্ণনা করেন, ইমাম ইবনে শাহীন (রহ.) তার কিতাবদ্বয়
“ আফরাদ” এবং আত তারগীব ফি ফাযািয়িলিল আমাল ,(পৃ:২২), ইমাম দারাক্বুতনী
(রহ.)তার কিতাব“ আফরাদ (৫০৯৫), ইমাম দাইলামী তার“ মুসনাদুল
ফিরদাউস:২/৪০৮, “ আল ক্বওলুল বাদী‘ পৃ:২৮৪।
আরো জানুনঃ-
উক্ত হাদীস সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম থেকে মতপার্থক্য বিদ্যমান রয়েছেন।কেউ কেউ হাসান বলছেন,আবার কেউ কেউ যঈফ বলছেন।যদি আমরা যঈফ ধরেও নেই তবে ফাযাইলে আ'মালের বেলায় যেহেতু যঈফ হাদীস গ্রহণযোগ্য। তাই উক্ত হাদীস অনুযায়ী আ'মল করা যাবে।
তাছাড়া শুক্রবার সম্পর্কে বিশুদ্ধ তরিকায় বর্ণিত রয়েছে,
আউস ইবনে মালিক রাযি থেকে বর্ণিত
عن أوس بن أوس، قال: قال النبي صلى الله عليه وسلم: «إن من أفضل أيامكم يوم الجمعة، فأكثرواعلي من الصلاة فيه، فإن صلاتكم معروضة علي»
রাসূলুল্লাহ সাঃ বলেন,তোমাদের দিন সমূহের মধ্যে সর্বোত্তম দিন হল শুক্রবার দিন।সুতরাং শুক্রবার দিনে তোমরা আমার উপর দুরুদ পাঠ করো।কেননা তোমাদের দুরুদ আমার উপর পেশ করা হয়ে থাকে।(সুনানু আবু দাউদ-১৫৩১)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে জুম'আর দিন আসর পর সেই নির্দিষ্ট দরুদ ব্যাতিত অন্য দরুদ পড়লেও আশা করি অনেক ফজিলত পাওয়া যাবে।
তবে হাদীসে যেহেতু বিশেষ ছওয়াবের জন্য উক্ত হাদীস উল্লেখ রয়েছে,তাই উক্ত হাদীস পড়ারই পরামর্শ থাকবে।
(০২)
এক্ষেত্রে যদি সে প্রাইমারি লেভেলে/নাবালেগদের পড়ায়,বা শুধুমাত্র মেয়েদের পড়ায়,সেক্ষেত্রে তার ইনকাম হালাল হবে।
বিস্তারিত জানুনঃ-