আমি একটা কোর্স কিনেছি ২ দিনের সাজেশন মুলক কোর্স।কোর্স এর জন্য ২০০ টাকা ছিল।হলে থাকায় কোর্স করার সময় আমার ফ্রেন্ড্ররাও করতে চায় ,৫ জন ক্লাস করার সময় ছিল,শুনেছে ক্লাস।একজনার ক্লাস তো অন্য কেউ করা যায় না এটা পরে জানতে পারলাম।
আমার ফ্রেন্ডদের কি এখন ৫ জনকেই ২০০ টাকা করে দেয়া উচিত ?
এই কোর্স থেকে কিছু পড়ার পিডিএফ শেয়ার করবে এগুলা আমার ফ্রেন্ডরা চেয়েছে,ওদের কি দেয়া যাবে?
আর হলে থাকলে আমরা যখন প্রিন্ট করে কোনো শিট পড়ি, তখন রুমমেট থাকে, তারা চায় ফটোকপি করার জন্য,তারাও পড়বে, তাদের কি কি দেয়া যাবে?
(কোর্সটিতে কোনো কিছু কারো সাথে শেয়ার করা যাবে না এমন কোনো শর্ত ছিলনা)