বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আবু সাইদ খুদরী রাযি থেকে বর্ণিত
عن أبي سَعِيدٍ الخُدْرِيّ رضي الله عنه قال : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ( لاَ صَلاَةَ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَرْتَفِعَ الشَّمْسُ ، وَلاَ صَلاَةَ بَعْدَ العَصْرِ حَتَّى تَغِيبَ الشَّمْسُ )
রাসূলুল্লাহ সাঃ বলেন,ফজরের নামাযের পর সূর্যোদয় পর্যন্ত নফল নামায মাকরুহ।এবং আছরের নামাযের পর সূর্যাস্ত পর্যন্ত নফল নামায মাকরুহ।(সহীহ বোখারী-৫৮৮ সহীহ মুসলিম-৮২৭)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আসরের নামাযের পর কুরআন তিলাওয়াত বা পড়াশোনা করা নিষিদ্ধ নয় বা এজন্য ব্রেইন কমে যাবে না।বরং পড়াশোনা করা যাবে।হ্যা,আসরের পর থেকে নিয়ে মাগরিবের পূর্ব পর্যন্ত যেহেতু তাসবীহ পাঠের সময়,তাই এ সময় তাসবীহ পাঠ করাই উত্তম।