বিসমিহি তা'আলা
জবাবঃ-
যাকাত আদায় করার পদ্ধতি সম্পর্কে দু'টি অপশন রয়েছে বৈধ রয়েছে।অর্থাৎ যে মালের যাকাত দেওয়া হবে,হয়তো সেই মালের চল্লিশ অংশের এক অংশকে যাকাত হিসেবে দিয়ে দেওয়া হবে।অথবা তার মূল্যকে হিসেব করে যাকাতকে মূল্য দিয়ে যাকাতকে আদায় করা হবে।
উপরোক্ত দু'টি পদ্ধতিই হাদীস দ্বারা প্রমাণিত রয়েছে।(তাফসীরে কুরতুবী)
ফুকাহায়ে কিরাম যাকাতকে মূল্য দিয়ে আদায় করার পরামর্শ দিয়ে থাকেন।কেননা সকল মানুষের প্রয়োজন সমান হয়না।হয়তো কেউ কোনো গরীবকে এমন কিছু মাল যাকাত হিসেবে দিতে চাচ্ছে যা আপাতত উক্ত গরীবের প্রয়োজন নেই।অথচ যাকাতের উদ্দেশ্যই হল,গরীব-মিসকিনদের প্রয়োজন-কে পূর্ণ করা।সুতরাং মূল্য দিয়ে দিলে গরীব-মিসকিনরা তাদের প্রয়োজন অনুযায়ী সেটাকে খরচ করতে পারবে।এটা তাদের জন্য সহজ হবে।
জাওয়াহিরুল ফিকহ-৩/২১১
অাল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.