ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(খ)চার প্রকার গোসল সুন্নত।(১)জুমুআর দিনের গোসল(২)আরাফার দিনের গোসল(৩)এহরামের গোসল(৪)দুই ঈদের গোসল।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
শরীর পবিত্র অবস্থায় গাফিলতি বা দুনিয়াবি কাজের কারণে ১২ টা ৩০ বেজে গেলে, এ অবস্থায়ও গোসল করে মসজিদে যাওয়া উচিত। ফযিলত পূর্ণ আ'মল হল, জুমুআর আযানের পূর্বে গোসল করে সূরা কাহাফ তিলাওয়াত করে তারপর মসজিদে যাওয়া। কখনো আর এমন করবেন না। -যেহেতু খুতবাহর আজানের পূর্বে না প্রথম আজানের পূর্বে মসজিদে যেতে হবে? তা নিয়ে মতপার্থক্য রয়েছে,তবে অবশ্যই বিশুদ্ধ মতানুযায়ী প্রথম আযানের পূর্বেই মসজিদে যেতে হবে- তাই আপনি গোসল করে তারপর মসজিদে যাবেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/91449
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জুমুআর দিন প্রথম আযানের পর মসজিদে আসার প্রস্তুতি ব্যতিত বাদবাকি সমস্ত কাজ হারাম।