আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উস্তাদ।
আমাদের সমাজে অনেক আলেম হুজুর চিরুনিপড়া আয়নাপড়া দিয়ে তদবির দেন, বিশেষত বিয়ের জন্য এমন তদবির সম্পর্কে জানা যায়। এগুলো কি আমাদের শয়রিয়ত মতে জায়েজ আছে? অনুগ্রহ করে এই বিষয়ে সম্পর্কে বিস্তারিত জানাবেন। জাঝাকুমু-আল্লাহু খইরন।