হালাল ব্যবসা শুরুর পরিকল্পনা ও ধার নেয়া প্রসঙ্গে।
আমি ও আমার বন্ধু মিলে একটি ব্যবসা শুরু করতে যাচ্ছি। ব্যবসার প্রাথমিক মূলধন বা ফান্ডিং আমরা আমাদের পরিচিত একজন স্যারের কাছ থেকে নিতে চাই। স্যারের আয়ের উৎস হালাল।
পরিকল্পনা অনুযায়ী, ব্যবসার অবস্থা ভালো হলে আমরা সেই মূলধনের টাকা স্যারকে ফেরত দেব।
তবে একটি বিষয় নিয়ে আমাদের মনে কিছু প্রশ্ন ও দুশ্চিন্তা তৈরি হয়েছে। যেই স্যারের কাছ থেকে আমরা ফান্ড নিতে চাই, উনি নাস্তিক কি না জানি না, , তবে ধর্মীয় বিধান-বিধি তেমন মানেন না। ধর্ম চর্চায় তার খুব একটা আগ্রহ নেই। ধরেন উনি নাস্তিক।
এমন একজন ব্যক্তির কাছ থেকে মূলধন নিয়ে ব্যবসা শুরু করা কি ইসলামের দৃষ্টিতে সঠিক হবে?
আমরা চেষ্টা করবো প্রাথমিক মূলধনের অর্থ যথাসময়ে ফেরত দিতে। কিন্তু যদি কোনো কারণে স্যার টাকা না নেন বা ফেরত নিতে না চান, তাহলে আমাদের ব্যবসা চালানো কীভাবে বিবেচিত হবে?
কারণ, যেহেতু ব্যবসার শুরুটাই হচ্ছে এমন একজনের অর্থ দিয়ে, যিনি ধর্ম মানেন না—তাই বিষয়টি নিয়ে আমরা দ্বিধায় রয়েছি।
আমরা চাই আমাদের ব্যবসা হোক হালাল পথে, সঠিক নীতিতে এবং বরকতময়। এজন্যই শুরুতেই বিষয়টি নিয়ে আমরা সচেতন হতে চাই।