অনেক নাশিদ এ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তুমি সম্বোধন করা হয়। এটাকি বেয়াদবি? আবার অনেক সময় ইয়া নাবী ও বলা হয় এভাবে বলা কি ঠিক?
আর উস্তাদ সহিহ এ আসছে যে ব্যক্তি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে সে সরাসরি জান্নাতে যাবে, তাহলে কি সে কবরের চাপ বা মৃত্যুর পর যা হবেই হবে যেমন মৃত্যু যন্ত্রনা ইত্যাদি এগুলো কি সে ভোগ করবে না? দয়া করে এটার ব্যাখ্যা টা বলবেন ইনশাআল্লাহ উস্তাদ।