আমি একজন মেয়ে, ভার্সিটির একজন শিক্ষককে উনার নামাজ পড়া এবং দাড়ি রাখা এই দুটো বিষয়ের জন্য উনাকে পছন্দ হয়েছে, অতঃপর কোনরূপ হারাম সম্পর্কে না গিয়ে তাকে বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছে,পারিবারিকভাবে। আমার পরিবারের উনাকে পছন্দ হয়েছে।
দেড় মাস হয়ে গিয়েছে, এখনো উনি জানান নাই। হ্যাঁ বা না কোনটাই না।
উনি আমার ফেসবুকের স্টোরি দুইদিন সিন ও করেছে বিয়ের প্রস্তাব দেওয়ার পর,
যে মাধ্যমে ওনাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে, উনি উনাকে বলেছে যে আমাকে নাকি কখনো ওই দৃষ্টিতে দেখেনি, উনার ব্যাপারে খোঁজখবর নেওয়ার পরে জানা গেছে যে উনি নাকি আর এক থেকে দুই মাস পরে মাস্টার্স এবং পিএইচডি করার জন্য দেশের বাহিরে যাবেন। বর্তমানে উনি হালাল রিযিক হয় এমন জায়গাই কাজ করছেন।
উনার দ্বীনদারিতা দেখে আমার আসলে ভালো লেগেছে, কিন্তু আসলে , উনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলেও মিউজিকটাকে ঐভাবে হারাম করে স্ট্রিকলি ওভাবে বাদ দেননি, এবং একই সাথে ক্যাম্পাসে ছেলে মেয়ে আলাদা করার ইস্যুতে উনি আলাদা ক্লাস নিতে উনার ব্যক্তিগতভাবে কোন সমস্যা ছিল না কিন্তু উনি আবার ছেলেমেয়ে যে একসাথে ক্লাস করা যাবে না এটা যে হারাম ওইটা ওইভাবে মেইনটেইন করেন না।
উনার যে নারী সহকর্মী তাদের ফেসবুকে শালীনতা মেনটেইন করা ছবিতে কেয়ার ইমোজিসহ বিভিন্ন রিয়েক্ট দিয়ে থাকেন, কিন্তু সেটা কোন কুদৃষ্টির কারণে নয় মানে ওরকম গাইরত বোধ নেই আর কি।
এমতাবস্থায় আমি কি করব?
উনাকে দেখলে আমার অনেক শান্তি অনুভব করি ভালো লাগে উনার আখলাকে দেখে।
আমি এখন কি করবো আমি কি উনাকে স্পেসিফিক ভাবে আল্লাহর কাছে চাইবো? আমি খুব চাই আমার একজন দ্বীনদার জীবন সঙ্গী হোক কিন্তু উনি আসলে দ্বীনদারী তার কেমন পর্যায়ে আছে ইসলাম কি বলে।
আমি তো আর কোন ফেরেশতাকে বিয়ে করতে পারব না কিন্তু তার মধ্যে ইসলামের প্রধান যে বিষয়গুলো আছে ওইগুলো আছে এবং উনি ইসলামের প্রত্যেকটা বিধানের উপর খুবই সম্মান করেন কিন্তু হয়তো ব্যক্তিগত জীবনে ততটা আমল করেন না উনি খুব কম দিন হয়েছে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়েছে।তাই ইসলামিক বিধি বিধান সম্পর্কে ততটা উনি জানেন না শুরুতেই তো আসলে মানুষ সবকিছু জেনে যায় না কি করবো আসলে এই মুহূর্তে। কিন্তু ইসলামের মৌলিক এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যেমন নামাজ রোজা দাড়ি হালাল রিজিক এগুলো উনি চেষ্টা করেন পালন করার,
আমার জন্য অন্য কোন প্রপোজাল আসে নাই,পারিবারিকভাবে এখন এটা বাদে অন্য পাত্রের জন্য খোঁজ খবর নেয়া হচ্ছে আমার বিয়ের জন্য। কিন্তু আমি আসলে কি করবো একটু যদি আমাকে বলতেন দয়া করে।
আমি ওনাকে চাই কিন্তু আবার এটাও ভাবি যে উনি কি প্রকৃত দ্বীনদার হবে?
আসলে ভালো লেগে গেছে আমার ওনাকে। কিন্তু আমি চাই হালাল ভাবে আসুক উনি আমার জীবনে, আমাদের মাঝে কোন হারাম কিছুই নেই।