আসসালামুয়ালাইকুম উস্তাদ।
আমি আজকে স্বপ্নে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা (রা:) আমাদের দেশে এসেছেন।ওনারা সবার সাথে কথা বলবেন একটা সেমিনারের মতো আয়োজনে।আমরা সেটা এটেন্ড করতে গিয়েছিলাম।অল্প কয়েকজন জানতে পেরে সেখানে আসে (যারা আসে প্রত্যেকেই অনেক দ্বীনদার),তারপরে বলা হয় সবাইকে জানানো যাবেনা তাহলে সবাই ভিড় করবে।তারপর আয়েশা (রা:) মেয়েদের উদ্দেশ্যে কিছু কথা বলেন।আমি সেখানে যেতে পারিনি।সেই কথাগুলো রেকর্ড করা ছিলো এবং আমাকে বলা হয়েছে রেকর্ড শুনতে হলে একটা লিখা জমা দিতে হবে,যেখানে অনেকগুলো প্রশ্ন ছিলো,হেদায়েত বলতে আমি কি বুঝি, হেদায়েত হারানোর কারণ,আমল সম্পর্কিত।
তারপর বলা হয় যারা এসেছে সবাইকে রুমে ঢুকতে দেওয়া হবেনা(যে রুমে ওনারা কথা বলবেন),বলা হয়েছে যারা দাওয়াহ কার্যক্রম করে শুধু তাদেরকে ঢোকানো হবে এবং আমার হাতে একটা টিকেট দিয়ে বলা হয় আমি সেই রুমে যেতে পারবো।এরপর আর দেখতে পারিনি।
আমার এখন করনীয় কি?