আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
10 views
ago in সালাত(Prayer) by (3 points)
আসসালামু আলাইকুম
১)সালাতের ২য় রাকাআতে সূরা ফাতিহার পর আরেকটা সূরা পড়েছি কিনা সেটা সিজদায় যেয়ে মনে হচ্ছে। একবার মনে হচ্ছে পড়েছি আরেকবার মনে হচ্ছে পড়ি নি।এমন অবস্থায় কি করবো?

২) সালাতে অনেকসময় মনে মনে নিজেকে বলি আল্লাহ ভরসা,আল্লাহ সব ঠিক করে দিবেন,সালাতে ফোকাস করো,আল্লাহকে বলি ফেলি যে মিস করছি আল্লাহকে

আমার সালাত কি ভেংঙে যাবে?

1 Answer

0 votes
ago by (649,170 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
ফরজ নামাজের প্রথম দুই রাকাতে  এবং অন্যান্য নামাজে সব রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য সুরা মিলানো ওয়াজিব৷

 ★হজরত আবু সাইদ খুদুরী (রাজিঃ) বলেন, আমাদের রাসুল (সা:) আদেশ করেছেন, আমরা যেনো নামাজের মধ্যে সুরা ফাতেহা এবং কোরআনের যেই স্থান হতে সহজ হয় কিছু তেলাওয়াত করি৷ (আবু দাউদ ১খন্ড,পৃষ্ঠা ১১৮)


★হজরত আবু হুরায়রা (রাজি:) হতে বর্ণিত, হুজুর (সা:) ইরশাদ করিয়াছেন যে, নামাজ সুরা ফাতেহা এবং কিছু অতিরিক্ত অংশ ছাড়া হয় না৷অর্থাৎ সুরা ফাতেহার সাথে অন্য সুরার কিছু অংশ তেলাওয়াত করতে হবে৷ (মুসলিম শরিফ ১খন্ড, পৃষ্ঠা ১৬৯)


★নামাজ আলহামদু (সুরা ফাতেহা) এবং অন্য সুরা মিলানো ছাড়া হবে না, নামাজ ফরজ হোক বা অন্য নামাজ৷ (তিরমিজি শরিফ,পৃষ্ঠা ৬১)

★সুরা ফাতেহা এবং দুইটি লম্বা আয়াত ছাড়া নামাজ হয় না৷ (কানজুল উম্মাল ৭ খন্ড,পৃষ্ঠা ৩১৪)

★ফরজ নামাজ সুরা ফাতেহা এবং তিন আয়াত বা তার কিছু বেশি ছাড়া হয় না৷ (কানজুল উম্মাল ৭ খন্ড,পৃষ্ঠা ৩১৩)

★ঐ নামাজ ঠিক হয় না, যে নামাজে সুরা ফাতেহা এবং কোরআনের কিছু অংশ তেলাওয়াত করা হয় না৷ (নসবুর রায়্যাহ ১ খন্ড, পৃষ্ঠা ৩৬৫)

★হজরত রেফায়াহ বিন রাফে হতে বর্নিত, হুজুর (সা:) ইরশাদ করিয়াছেন,যখন তোমরা নামাজের জন্য কিবলা দিকে দাঁড়াবে তখন প্রথমে তাকবীর (তাকবীরে তাহরিমা) বলো৷ এরপর সুরা ফাতেহা পড়ো এবং কোরআনের যে অংশ ইচ্ছে পড়ো৷ (সহীহ ইবনে হিব্বান ৩খন্ড,পৃষ্ঠা ২০৯)

★সুতরাং ফরজ নামাজের প্রথম ২ রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য যেকোনো সুরা মিলানো ওয়াজিব।

আরো জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি প্রবল ধারণার উপর আমল করবেন।

আপনার যদি প্রবল ধারণা হয় যে আপনি সুরা ফাতেহার সাথে অন্য সূরা মিলিয়েছেন, সেক্ষেত্রে নামাজের কোন সমস্যা হবে না।

আর যদি আপনার প্রবল ধারণা হয় যে আপনি সূরা মিলাননি, অথবা কোন দিকেই প্রবল ধারণা না হয়, সেক্ষেত্রে নামাজের শেষে সেজদায়ে সাহু আদায় করবেন।

(০২)
এক্ষেত্রে তিন তাসবিহ সমপরিমাণ সময় চুপ না থাকলে নামাজ ভেঙ্গে যাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...