ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনি বিজাতীয় সংস্কৃতিতে ভরপুর ঐ অনুষ্টানসমূহ থেকে দূরে থেকে উত্তম কাজটিই করেছেন। আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক।আমীন । এরকম গোনাহপূর্ণ অনুষ্টানে শরীক না হলে আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করার কোনো গোনাহ হবে না।
(فإن قدر علی المنع فعل وإلا) یقدر (صبر إن لم یکن ممن یقتدی بہ فإن کان) مقتدی (ولم یقدر علی المنع خرج ولم یقعد) لأن فیہ شین الدین والمحکی عن الإمام کان قبل أن یصیر مقتدی بہ (وإن علم أولا) باللعب (لا یحضر أصلا) سواء کان ممن یقتدی بہ أو لا لأن حق الدعوة إنما یلزمہ بعد الحضور لا قبلہ۔ ( الدر المختار مع رد المحتار : ۳۴۸/۶، کتاب الحظر والاباحة، ط: دار الفکر، بیروت )
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু বৌ ভাতের খাবার তারা নিজ সন্তুষ্টিতে আপনার নিকট প্রেরণ করেছেন, তাই আপনার জন্য গ্রহণ করা, খাওয়া জায়েয হলেও উত্তম হল, অন্য কাউকে দিয়ে দিবেন। কাউকে দেয়া সম্ভব না হলে নিজে খেয়ে নিতে পারবেন।