আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
12 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
edited by

১.সবসময় শুনি অল্প মুনাফায় ব্যবসা সুন্নত। শরীয়তে অল্প মুনাফায় ব্যবসা করতে বলা হয়েছে। এটা কতটা সত্য? এই বিষয়ে হাদিস কুরআন স্পষ্ট করে কিছু বলেছে কিনা জানতে চাই।


২. অল্প মুনাফা মানে ঠিক কতটা মুনাফা এমন নির্দিষ্ট কোনো সীমারেখা আছে কিনা। আমি আগের সবগুলো ফাতওয়া পড়েছি এই ওয়েবসাইট থেকে। কিন্তু ক্লিয়ার হইনি বলে বিস্তারিত জানতে চাচ্ছি।


৩.কোনো পণ্যের দাম কোম্পানি থেকে যদি খুচরা মূল্য ১০০/- নির্ধারণ করে দেয়। পাইকারিতে সেটা ৬০/- দিয়ে কিনে খুচরা বিক্রেতা অফার দেওয়ার নাম করে ৭০/- তে বিক্রি করা জায়েজ হবে কিনা? এতে তো মার্কেট নষ্ট হচ্ছে। পাশাপাশি অন্য ব্যবসায়ীদের ওপরও একটা প্রভাব পড়ছে।


৪.একটা পণ্যের ওপর কত % লাভ করলে জুলুম হবে এর কোনো সীমারেখা আছে? ক্রেতার যদি দাম পছন্দ না হয়, তার কাছে তো অপশন আছে অন্য বিক্রেতার কাছ থেকে কেনার। তাহলে দাম বেশি হলে তা জুলুমের আওতায় কীভাবে পড়তে পারে?

 

নবী কারীম সাঃ বলেনঃ"কোন মুসলমানের জন্য  অন্য কোনো মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না।(তালখিসুল হাবীর-১২৪৯)

 

 এখন প্রশ্ন হল, একজন ক্রেতার কাছে অলরেডি যথেষ্ট অপশন আছে যে যদি কোন দোকানের দাম তার পছন্দ না হয় সে অন্য দোকান থেকে নিতে পারে। তাকে তো কেউ অসন্তুষ্ট হয়ে কিনতে বলছে না বা বাধ্য করছে না। তাহলে লাভ যদি কেউ বেশি করে সেটা জুলুম কিভাবে হবে?

 

৫. অল্প মুনাফায় অধিক বরকত এটা কি কুরআন হাদিস দ্বারা প্রমাণিত? 

1 Answer

0 votes
ago by (680,280 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইসলামী শরীয়াতে ব্যবসার নির্দিষ্ট সংখ্যার বা নির্দিষ্ট পার্সেন্টের মুনাফা অর্জনের কোনো সীমারেখা দেয়নি, বরং সেটাকে উরফ ও পরিস্থিতির উপর ছেড়ে দিয়েছে অন্যকথায় বলা যায়, যোগান ও চাহিদার উপর ছেড়ে দিয়েছে।
আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত।
"عَنْ اَبِي هُرَيْرَةَ اَنَّ رَجُلًا جَاءَ فَقَالَ: يَا رَسُولَ اﷲِ سَعِّرْ! فَقَالَ: بَلْ أَدْعُو، ثُمَّ جَاءَ هُ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اﷲِ سَعِّرْ! فَقَالَ: بَلْ اﷲُ يَخْفِضُ وَيَرْفَعُ، وَإِنِّي لَاَرْجُو أَنْ أَلْقَی اﷲَ وَلَيْسَ لِأَحَدٍ عِنْدِي مَظْلَمَةٌ". ( ٢/ ٣٣٧، رقم الحديث: ٣٤٥٠، ط: موسسة قرطبة مصر)
একদা এক ব্যক্তি এসে বললো, হে আল্লাহর রাসূল! দ্রব্যমূল্য নির্ধারণ করে দিন। তিনি বললেনঃ বরং আমি দু’আ করবো। এরপর আরেক ব্যক্তি এসে বললো, হে আল্লাহর রাসূল! দ্রব্যমূল্য নির্ধারণ করুন। তিনি বললেনঃ বরং আল্লাহই (জিনিসের দাম) কমান-বাড়ান। আমি আশা করি যে, আমি যেন আল্লাহর সাথে এমন অবস্থায় মিলিত হই, আমার বিরুদ্ধে কারো প্রতি জুলুমের কোনো অভিযোগ থাকবে না। (আবু দাউদ-৩৪৫০)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3747

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
শরীয়তে ব্যবসায় কতটুকু মুনাফা অর্জন করা যাবে? এটা নির্ধারণ করে দেয়া হয়নি। বরং জনগণ, ব্যবসায়ী ও কম্পানি কারো যেন ক্ষতি না হয়, সেদিকে দৃষ্টি রেখেই মুনাফা অর্জন করতে হবে। কম মুনাফাই সুন্নহ সম্মত।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...