ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইসলামী শরীয়াতে ব্যবসার নির্দিষ্ট সংখ্যার বা নির্দিষ্ট পার্সেন্টের মুনাফা অর্জনের কোনো সীমারেখা দেয়নি, বরং সেটাকে উরফ ও পরিস্থিতির উপর ছেড়ে দিয়েছে অন্যকথায় বলা যায়, যোগান ও চাহিদার উপর ছেড়ে দিয়েছে।
আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত।
"عَنْ اَبِي هُرَيْرَةَ اَنَّ رَجُلًا جَاءَ فَقَالَ: يَا رَسُولَ اﷲِ سَعِّرْ! فَقَالَ: بَلْ أَدْعُو، ثُمَّ جَاءَ هُ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اﷲِ سَعِّرْ! فَقَالَ: بَلْ اﷲُ يَخْفِضُ وَيَرْفَعُ، وَإِنِّي لَاَرْجُو أَنْ أَلْقَی اﷲَ وَلَيْسَ لِأَحَدٍ عِنْدِي مَظْلَمَةٌ". ( ٢/ ٣٣٧، رقم الحديث: ٣٤٥٠، ط: موسسة قرطبة مصر)
একদা এক ব্যক্তি এসে বললো, হে আল্লাহর রাসূল! দ্রব্যমূল্য নির্ধারণ করে দিন। তিনি বললেনঃ বরং আমি দু’আ করবো। এরপর আরেক ব্যক্তি এসে বললো, হে আল্লাহর রাসূল! দ্রব্যমূল্য নির্ধারণ করুন। তিনি বললেনঃ বরং আল্লাহই (জিনিসের দাম) কমান-বাড়ান। আমি আশা করি যে, আমি যেন আল্লাহর সাথে এমন অবস্থায় মিলিত হই, আমার বিরুদ্ধে কারো প্রতি জুলুমের কোনো অভিযোগ থাকবে না। (আবু দাউদ-৩৪৫০)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/3747
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
শরীয়তে ব্যবসায় কতটুকু মুনাফা অর্জন করা যাবে? এটা নির্ধারণ করে দেয়া হয়নি। বরং জনগণ, ব্যবসায়ী ও কম্পানি কারো যেন ক্ষতি না হয়, সেদিকে দৃষ্টি রেখেই মুনাফা অর্জন করতে হবে। কম মুনাফাই সুন্নহ সম্মত।