আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
20 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
আমার জা এর দুইটা ছেলে সন্তান আছে এবং আমার দুটি কন্যা সন্তান আছে। আমার জায়ের ছোট সন্তানকে আমি আমার বুকের দুধ  খাইয়েছি। এবং আমার জা আমার বড় সন্তানকে তার বুকের দুধ পান করিয়েছে। উভয়ের নিয়ত ছিল দুধ সন্তান হিসেবে এবং আমাদের সন্তানদেরকে দুধ ভাই বোন হিসেবে রাখা। যাতে পর্দা রক্ষা করা আমাদের পক্ষে সহজ হয় । যেহেতু তাদের কোন কন্যা সন্তান নেই।এখন কি আমার জা এর উভয় সন্তানের সাথে আমার পর্দা করতে হবে এবং পরবর্তীতে আমার যদি আরো কন্যা সন্তান হয় তারাও কি পর্দা করবে।

(যেহেতু আমার জা এর বড় ছেলে আমার দুধ সন্তানের বড় ভাই হচ্ছে এবং আমার কন্যা সন্তানের দুধ ভাইয়ের, বড় ভাই)

1 Answer

0 votes
ago by (680,250 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পর্দা থেকে বাঁচার জন্য শিশুকে বুকের দুধ পান করানো কি ঠিক? 
পর্দার হুকুম পালন করতে পারবে না-এ আশঙ্কায় দুধ পান করানো আদৌ সমীচীন নয়। কারণ স্বভাবগত কারণে মানুষ একেবারে পশুতে পরিণত না হলে কোনো রক্ত সম্পর্কীয় মাহরামের প্রতি তার কামভাবের উদ্রেক হয় না। কিন্তু দুধ ভাই-বোনের মধ্যে যেহেতু রক্ত সম্পর্ক নেই তাই তাদের মধ্যে বিভিন্ন পর্যায়ে কামভাবের উদ্রেক হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য শরীয়তে দুধ ভাই-বোনের একত্রে নির্জনে অবস্থান করাকে নাজায়েয বলা হয়েছে। -রদ্দুল মুহতার ৬/৩৬৯)
لما في ردالمحتار-
 (قوله إلا الأخت رضاعا) قال في القنية: وفي استحسان القاضي الصدر الشهيد، وينبغي للأخ من الرضاع أن لا يخلو بأخته من الرضاع، لأن الغالب هناك الوقوع في الجماع اهـ. (ردالمحتار ج:٦،ص:٣٩٦)

আর উক্ত কাজটি বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা আবেগের বশবর্তী হয়ে নিজেদের থেকেই করে ফেলে। অথচ স্বামীর অনুমতি ছাড়া অন্য কারো সন্তানকে দুধ পান করানো জায়েয নয়। অবশ্য কোনো শিশু যদি ক্ষুধার তাড়নায় ছটফট করতে থাকে এবং ক্ষুধায় মারা যাওয়ার উপক্রম হয় তখন জীবনরক্ষার প্রয়োজনে স্বামীর অনুমতির অপেক্ষা না করেই দুধ পান করাতে পারবে। -রদ্দুল মুহতার ৩/২১৩
وفي البحر عن الخانية: يكره للمرأة أن ترضع صبيا بلا إذن زوجها إلا إذا خافت هلاكه(ردالمحتار ج:٣،ص:٢١٣)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info1490

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি এবং আপনার ঝা মিলে পর্দা রক্ষার জন্য যে দুধ পান করিয়েছেন, এটা জায়েয হয়নি। পর্দা সুবিধার নিমিত্তে দুধ পান করানো কখনো জায়েয হবে না। যাইহোক, আপনি আপনার ঝা এর যেই ছেলে সন্তানকে দুধ পান করিয়েছেন সেই সন্তানই কেবল আপনার মাহরাম হবে। এবং আপনার ঝা আপনার যেই মেয়ে সন্তানকে দুধ পান করিয়েছেন সেই মেয়ে সন্তান আপনার ঝা এর সন্তানদের মাহরাম হবে। 

বিঃদ্রঃ
দুধ সম্পর্কের কারণে মাহরাম হলে, নির্জনে অবস্থান কিন্তু জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...