আসসালামু আলাইকুম
অনুরোধ একটু বুঝিয়ে উওর দিবেন।
আমার বিজনেস পেজ আমরা সুগন্ধি সেল করি আমাদের পেজ কোনো ধরনের হারাম পোস্ট বা মিউজিক ইউজ করা হয় না।
আমার পেজে ফেসবুক থেকে কনটেন্ট মনিটাইজেশন আসছে অনুরোধ থাকছে কনটেন্ট মনিটাইজেশন নিয়ে বিস্তারিত জানে এমন কোনো ভাই উওর করবেন
বর্তমান মনিটাইজেশন করলে পোস্ট করা ছবি লেখা এর পর ফেসবুক ডে থেকে ইনকাম হচ্ছে
আমার জানা মতে ফেসবুক ভিডিও এড রান করে ইনকাম হারাম কারন ৯৯.৯% এড ই হারাম আসে।
আমার মূলত প্রশ্ন হচ্ছে আমি এখনো সেট আফ দী নী সেট আফ দিয়ে ছবি লিখা বা ডে থেকে ইনকাম করা জায়েজ হবে।
মূলত ব্যাখ্যা সহ যদি উওর টা হয় উপকার হবে
বারবার অনুরোধ থাকছে যে ভাইজান জানেন বর্তমানে মনিটাইজেশন সব কিছু বিস্তারিত তাহলে ই উওর টা করবেন না আমি অণ্য কোনো জায়গা থেকে জানতে পারবো ইনশাআল্লাহ
যদি আপনি ১০০% মনিটাইজেশন নিয়ে বর্তমান টা বিস্তারিত জেনে থাকেন তাহলে জানালে উপকার হবে