আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
21 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (19 points)
আসসালামু আলাইকুম
আমি আমি আমার প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করি। সামনে থেকে তিনি আমার সাথে ভালো আচরণ করলেও তিনি আমার পিছনে তিনি অনেক ক্ষতি করার চেষ্টা করেন। তিনি  আমার বাসার সামনে ময়লা রেখে দিয়ে বাড়িওয়ালাকে  দিয়ে আমাকে অনেক কথা শুনিয়েছ।আমি টাকা দিয়ে ময়লা ওয়ালা কে দিয়ে ময়লা ফালাই। তিনি ইচ্ছেইচ্ছাকৃতভাবে আমার ময়লার  সাথে তার ময়লা দিয়ে বাড়িওয়ালা এবং পরিচ্ছন্ন কর্মীকে বুঝায় যে এগুলো সব আমার ময়লা।তিনি  কবিরাজের কাছে গিয়ে চিনি পড়া নিয়ে আসে যা আমাকে শোনায়।
আমার প্রশ্ন হচ্ছে
১.তিনি কি পরিচ্ছন্ন কর্মীকে টাকা না দিয়ে তার হক মারছেন না? এক্ষেত্রে আমি কি আমার ময়লার সাথে তার ময়লা দেওয়াতে কোন বাধা দিতে পারবো না?
২.আমি যে তার দেওয়া আমি যদি তার দেওয়া খাবার না খাই তারপরও কি সে আমাকে ক্ষতি করতে পারবে? আমার ভয় লাগছে কারণ যেহেতু সে কবিরাজের কাছে যায়।
৩.ইসলামিক দিক থেকে প্রতিবেশী হক কতটুকু সেটা সম্পর্কে  আমি জানতে চাই?

1 Answer

0 votes
ago by (679,140 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
عَنْ أَبيْ هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا هُرَيْرَةَ كُنْ وَرِعًا تَكُنْ أَعْبَدَ النَّاسِ وَكُنْ قَنِعًا تَكُنْ أَشْكَرَ النَّاسِ وَأَحِبَّ لِلنَّاسِ مَا تُحِبُّ لِنَفْسِكَ تَكُنْ مُؤْمِنًا وَأَحَسِنْ جِوَارَ مَنْ جَاوَرَكَ تَكُنْ مُسْلِمًا وَأَقِلَّ الضَّحِكَ فَإِنَّ كَثْرَةَ الضَّحِكِ تُمِيتُ الْقَلْبَ
 আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবূ হুরাইরা! তুমি নিজের মধ্যে আল্লাহভীরুতা নিয়ে এস, তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে। আর অল্পে পরিতুষ্ট হও, তাহলে তুমি মানুষের মধ্যে সব থেকে বেশী কৃতজ্ঞ হয়ে যাবে। মানুষের জন্যও তা-ই পছন্দ কর, যা তুমি নিজের জন্য পছন্দ কর, তাহলে তুমি একজন (খাঁটি) মু’মিন গণ্য হবে। তোমার প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহার কর, তাহলে তুমি একজন (খাঁটি) মুসলিম বিবেচিত হবে। আর হাসি কম কর, কারণ, অধিক হাসি অন্তরকে মেরে দেয়।(ইবনে মাজা ৪২১৭)



সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) তিনি পরিচ্ছন্ন কর্মীকে টাকা না দিয়ে অবশ্যই তার হক নষ্ট করছেন।এক্ষেত্রে আপনি আপনার ময়লার সাথে তার ময়লা দেওয়াতে বাধা দিতে পারবেন।

(২) আল্লাহর হুকুম না হলে তার খাবার খেলেও আপনার কোনো ক্ষতি হবে না। খাবার খাওয়ানো ছাড়াও আরো অনেক ভাবে ক্ষতি করা যায়।

(৩) ইসলামিক দিক থেকে প্রতিবেশী অনেক হক রয়েছে। প্রতিবেশী অসুস্থ হলে দেখতে যাওয়া,জানায শরীক হওয়া, সুখে দুঃখে পাশা থাকা, জরুরত পূর্ণ করা সহ আরো অনেক হক রয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...