আমি যথাসম্ভব কণ্ঠের পর্দা করার চেষ্টা করি। আমার একটা অনলাইন ব্যবসা আছে যেখানে আমি কখনো বেপর্দা হাত পা মুখ বা নিজের কন্ঠ ব্যবহার করি নি। সামনেও করার ইচ্ছা নেই।
কিন্তু আমার অনেক সময় ভিডিও তে কিছু কথা বললে কাস্টমার বুঝতে পারবে এমন হয় কিন্তু বলতে পারি না। এখন কার যুগে মানুষ লেখে দিলেও পড়তে ক্যান না।ভিডিও দেখেই ধারণা নেন অধিক।
অনলাইনে অনেক ফিমেইল ভয়েস পাওয়া যায় যেটা একজন মহিলা নিজ ইচ্ছায় নিজের ভয়েস সাইট গুলো ব্যবহার করেছে।
কেউ যদি লেখা লেখে দেয় তাহলে ওইটা থেকে ওই মহিলার ভয়েস এ কথা অডিও ফাইল বানানো যায় । তাই এখানে ওই মহিলার অনুমতি বিষয়ক সমস্যা নেই। কিন্তু আমি অন্য কোনো মহিলার ভয়েস ইউজ করে কি অন্যের পর্দা নষ্ট করার জন্য দায়ী হবে কিনা এই চিন্তা থেকে আমি প্রশ্ন টি করছি।