আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। দ্বীনে ফেরার আগে না বুঝে আমি একটা রিলেশনে জড়িয়ে পড়েছিলাম। ঐটা কয়েকমাস গিয়েছিল। না বুঝে ছেলের সাথে ২বার দেখা করি। তখন সে আমার হাত ধরে, জড়িয়ে ধরে এবং চুমু দেয় (আল্লাহুম্মাগফিলী)। এটা প্রায় ৭ বছর আগের কাহিনী। ২৫ সালে আমার এক জায়গায় বিয়ের কথাবার্তা চলছিল। ছেলের আগে এক জায়গায় বিয়ে হয়। ঐ মেয়ে পরকীয়া করছিল দেখে ছেলে বিয়ের কয়েকমাস পরপরই ডিভোর্স দিয়ে দেয়। তো ডেইট ফিক্সড হবে হবে এমন সময় ছেলে আমার সাথে কথা বলতে চায়। ১ম দিন আনইজি ফিল করছিল তাই আর কথা বলতে পারে নি। ছেলে আমাকে আমার অতীত সম্পর্কে প্রশ্ন করে এবং আমি প্রতারণা করবো না বলে সবকথা বলে দি। এখানে একটা প্রশ্ন, আমার এই অতীত সম্পর্কে কি আমার জীবনসঙ্গীকে বলবো? না বললে কি তার সাথে প্রতারণা হবে? আমি এই গুনাহ নিয়ে খুব অনুতপ্ত। আল্লাহ আমায় ক্ষমা করুন।
পরবর্তী তে ছেলে কিছু সময় নেই। আমি বুঝতে পারি, ছেলের এটা মানতে কষ্ট হচ্ছে এবং আমিও চাচ্ছিলাম এখানে যেন বিয়ে না হয়। এরপর কয়েকদিন পরপর ছেলে আমাকে নক করে করে প্রশ্ন করে। এটা কিভাবে হয়েছে, ঐটা কিভাবে হয়েছে ইত্যাদি। এরপর ছেলে আমাকে প্রশ্ন করে বসে, আমাকে ঐ ছেলে টাচ করেছে কি না। আমি শুধু হাত ধরার ব্যাপারটা বলেছিলাম। কারণ ঐগুলা বললে, আমার এবং ফ্যামিলির মান সম্মান নষ্ট হবে। এরপর ছেলে আমাকে আল্লাহর কসম কাটতে বলে আমি এরকম কিছু প্রশ্নে কয়েকবার কসম কাটি। ছেলে আমাকে বলেছিল, এরকম কিছু থাকলে আমাকে আপনি রিজেক্ট করে দিতে পারেন। আমি এভাবে রিজেক্ট করে দিলেও তো সমস্যা। তাই আল্লাহকে বলতাম যেন এটা ভেঙ্গে যায়। কারণ এই মিথ্যে কসমের উপর সংসার করতে আমার কষ্ট হবে। পরবর্তী তে এটা অন্যভাবে ঘুরে যায় এবং ছেলে সময় চায়। এরপর রাজি হয়ে আবার আসে। অন্য এক কারণে ছেলে আবার পিছিয়ে যায়। এখন আবার আসবে এবং বিয়ের কথাবার্তা হবে বলে মনে হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, তাকে করা এই মিথ্যা কসমের জন্য কি কাফফারা কি দিতে হবে? নাকি তওবা করলে আল্লাহ এই বড় গুনাহ মাফ করে দিবেন?