আসসালামু আলাইকুম।
১. নামাজে কয়েক সেকেন্ড এর জন্য আমার হাত দেখা গেলে,, যেঅংশ ডেকে রাখার কথা সে অংশ।পরে চোখে পড়ার সাথে সাথে ঠিক করা হয়েছে।
২. আর যদি এমন হয় সুরা ফাতিহার সাথে সুরা মিলানোর সময় কিছু রাকাতে সুরা ফাতিহার পর আউজুবিল্লাহি মিনাশাইতনির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম,, এমন বলা হয়, আর কিছু রাকাতে শুধু বিসমিল্লাহ বলে সুরা মিলানো হয় তাহলে কি নামাজ হবে?
৩. আর যদি সুন্নাহ নামাজে ফাতিহার পর আউজুবিল্লাহির মিনাশাইতনির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলপ সুরা মিলানো হয়,, আর৷ ফরজ নামাজে ফাতিহার পর শুধু বিসমিল্লাহ বলে সুরা মিলানো হয়, তাহলে কি নামাজ হবে?
৪. আর কেউ যদি কোনো মাজহাব না মেনে নামাজ পরে,, মানে ৬/৭ মাস আগে মেয়েদের মতো কোনো মেয়ে নামাজ পড়ত,, এখন পুরুষদের সাথে পার্থক্য রাখে না,,,তার নামাজ কি কবুল হয়েছে?
৫. সে আগে জানতো না মাজহাব মানা ফরজ। কিছুদিন আগে জানলেও সে পুরুষদের মতোই পড়া কনটিনিউ করে। তো তার কোন মাজহাব মানা উচিত।
অনুগ্রহ করে জানাবেন হুজুর। জাযাকাল্লাহ। আসসলামু আলাইকুম।