আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
উস্তাদ, আলহামদুলিল্লাহ, আমার এক পরিচিত আপু ও এক ভাইয়ের মধ্যে কূফু না মিললেও (আপুর পরিবার সচ্ছল) দ্বীনদারিতাকে প্রাধান্য দেয়ার ভিত্তিতে বিবাহের কথাবার্তা চলছে। তারা বর্তমানে উভয়েই জেনারেল লাইনে (ইঞ্জিনিয়ারিং) মাস্টার্স করছেন এবং একইসাথে ভিন্ন সেমিস্টারে এরাবিক লাইনে দ্বীনি শিক্ষা গ্রহণ করছেন।
তবে কিছু বিষয় নিয়ে মতভেদ দেখা দিয়েছে। ছেলেটি মনে করছেন, মেয়েটি মাস্টার্সের পড়াশোনা চালিয়ে গেলে কণ্ঠের পর্দা লঙ্ঘিত হতে পারে, তাই সে মেয়েটিকে মাস্টার্স কন্টিনিউ না করার পরামর্শ দিচ্ছেন। যদিও মেয়েটি চাচ্ছে যথাযথ পর্দা বজায় রেখেই মাস্টার্স সম্পন্ন করতে। কণ্ঠের পর্দা সংক্রান্ত মাসআলাটি ইতোমধ্যে আইফতোয়া থেকে পড়ে নেয়া হয়েছে আলহামদুলিল্লাহ।
এ প্রেক্ষিতে প্রশ্ন হলো:
১. ছেলেটি নিজে তার জেনারেল পড়াশোনা চালিয়ে যাবেন, কিন্তু মেয়েটিকে না করতে বলা — এই অবস্থায় মেয়েটির সম্মত হওয়া কতটা যুক্তিসঙ্গত হবে? ভবিষ্যতে এটি কি দাম্পত্য জীবনে দ্বন্দ্বের কারণ হতে পারে?
২. যদি মেয়েটি সুষ্ঠুভাবে পর্দা বজায় রেখে মাস্টার্স সম্পন্ন করতে চায় এবং ছেলেটি তা না মানেন, তাহলে শুধু এই মতপার্থক্যের কারণে কি এই সম্পর্ক থেকে সরে আসা উচিত হবে? নাকি ছেলেটির উচিৎ হবে মেয়েটিকে তার পড়াশোনা শেষ করতে দেয়া এবং বিয়েতে সম্মত হওয়া?
আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ এবং কল্যাণের দিকে পরিচালিত করুন। আমিন।
উস্তাদ, বিষয়টি নিয়ে আপনার পক্ষ থেকে কুরআন ও হাদীসের আলোকে একটি সুস্পষ্ট পরামর্শ খুবই উপকারে আসবে ইন শা আল্লাহ।
উক্ত প্রশ্নসমূহে কোনো ভুল, সীমাবদ্ধতা বা শিষ্টাচারগত ত্রুটি হয়ে থাকলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি উস্তাদ। আফওয়ান।
জাযাকুমুল্লাহু খইরান।