আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
একজন মুসলমান সকালকে গুরুত্ব দিয়ে দিন শুরু করতে চান, যাতে সারাদিন আল্লাহর সাহায্য লাভে সফল হন। এই উদ্দেশ্যে নিচের দুইটি হাদীসের আলোকে কিছু বিষয়ে স্পষ্টতা চাচ্ছি:
হাদীস ১ (ইশরাক):
রাসূল ﷺ বলেন—
“রাসূলুল্লাহ সাঃ বলেন,যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামায পড়বে,অতঃপর সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহর যিকিরে লিপ্ত থাকবে,তারপর দু'রাকাত নামায পড়বে,তাহলে সে একটি হজ্ব ও একটি উমরার সওয়াব পাবে।এরপর তিনি তাকিদ করে বলেন,হ্যা পূর্ণ হজ্ব ও উমরার সওয়াব সে পাবে।।”
(তিরমিযি, হাদীস: ৫৮৬)
হাদীস ২ (চার রাকাআতের ফযীলত):
নবী ﷺ বলেন—
“হে আদম সন্তান! দিনের শুরুতে আমার জন্য চার রাকাআতের যত্ন নাও, আমি তোমার সারাদিনের জন্য যথেষ্ট হবো।”
(তিরমিযি, হাদীস: ৪৭৫)
প্রশ্নসমূহ:
১. “দিনের শুরুতে চার রাকাআত” বলতে কি ইশরাকের ২ রাকাআতের সঙ্গে আরও ২ রাকাআত পড়লে হবে? নাকি ইশরাক ছাড়াও অতিরিক্ত ৪ রাকাআত পড়লে হাদীস ৪৭৫-এর ফযীলত পাওয়া যাবে? এই ক্ষেত্রে এক নিয়তে ৪ রাকাআত পড়া কি উত্তম, নাকি দুই নিয়তে ২ রাকাআত করে পড়া যাবে?
২. “আমি তোমার সারাদিনের জন্য যথেষ্ট হবো”—এখানে “দিন” বলতে কি শুধু ফজর থেকে মাগরিব পর্যন্ত সময় বোঝানো হয়েছে, না ২৪ ঘণ্টার পূর্ণ সময়?
৩. যদি দিন বলতে মাগরিব পর্যন্ত সময় বোঝানো হয়, তবে মাগরিবের পর রাতের সময় আল্লাহর সাহায্য লাভে অনুরূপ কোনো আমল, সুন্নাহ বা দোআ আছে কি?
৪. হাদীস ৫৮৬-এ (ইশরাক) সালাতের ফযীলতের জন্য যেমন নির্দিষ্ট শর্ত (যেমন: জামাতে ফজর, যিকির, একই স্থানে থাকা) রয়েছে,
হাদীস ৪৭৫-এ (চার রাকাআত) এই ফযীলতের জন্য কি একইরকম কোনো শর্ত প্রযোজ্য?
এই সালাত কি ঘরে পড়া যাবে? এবং কি নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে পড়তে হবে?
৫. যদি কোনো কারণে ফজরের জামাতে অংশগ্রহণ করতে না পারেন বা ইশরাকসহ চার রাকাআত সালাত আদায় করতে না পারেন, তখন অনেক সময় মনে হয় আজকের কাজে আল্লাহর সাহায্য পাওয়া যাবে না বা দিনটি কঠিন হবে। এ ধরনের ধারণার কারণে অনেক কাজ করতে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন এবং দিনের কাজ সফল বা সহজ হবে না ভেবে সেগুলো এড়িয়ে যান। এই আফসোস ও মানসিক চাপ থেকে মুক্ত থাকতে এবং বিকল্পভাবে আল্লাহর সাহায্য লাভের জন্য কী ধরনের আমল, দোয়া বা পরামর্শ রয়েছে?
৬. তিরমিযী ৪৭৫ নম্বর হাদীসে উল্লেখিত ফজীলতের চার রাকাআত সালাত আদায়ের সময় কি সেই দিনের বা জীবনের বিভিন্ন হাযতের নিয়ত করা যাবে, নাকি এসব হাযতের জন্য চার রাকাআত শেষে আলাদাভাবে সালাতুল হাজত আদায় করাই উত্তম?
জাযাকুমুল্লাহু খাইর।