আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
বিসমিল্লাহির রহমানির রহিম।
প্রশ্ন ১: তাকবিরে উলার সাথে নামাজ পড়া বলতে কি বুজানো হয়েছে? ইমামের সাথে একদম শুরু থেকেই নামাজে শামিল হওয়া এটাই কি তাকবিরে উলা? অথবা ইমাম যখন কেরাত শুরু করে তখন মুছল্লি নামাজে শামিল হলে এটা কি তাকবিরে উলা হিসেবে গন্য হবে?
প্রশ্ন ২: ইমাম তো তাকবির বলে, পিছনে আমরা মুকতাদিরাও কি তাকবির(চুপচাপ) বলতে হবে?
জাযাকাল্লাহ খাইরান।