আসসালামু আলাইকুম।
আমি রুকাইয়া টেস্ট দিয়েছিলাম। তখন আমার ৮০% বদনজরের সমস্যা দেখিয়েছিল। কিন্তু পরে যখন আমি সা'দ আল গাদিমি এর বদনজরের অডিও শুনি কয়েকবার আমার কোনো ইফেক্ট ফিল হয়নি। আমার চুল পরার অনেক প্রব্লেম ছিল। সেগুলোও দূর হয়নি। তাইলে আমার কি আসলেই বদনজরের সমস্যা আছে? আরেকটা ব্যাপার হলো জিনে ধরার লক্ষনের ১/২টা আমার সাথে মিলে। যেমন ইবাদত অথবা যেকোনো কাজে মন না বসা, অনেক ক্লান্ত লাগা, মন খারাপ থাকা।আমার ফ্যামিলিতে অনেক প্রব্লেম আছে সেগুলোর জন্য সবসময়ই মন খারাপ থাকে। এখন এটা ন্যাচারাল নাকি জিনের প্রভাবে সেটা বুঝতে পারছি না। কিন্তু সপ্নের ব্যাপারগুলো মিলেনা। আমি নরমালি সপ্ন মনেও রাখতে পারিনা। কিন্তু যতদুর মনে রাখতে পারি সেগুলোর সাথে মিলেনা। এখন আমি কি করতে পারি?
আরেকটা প্রশ্ন- রুকাইয়ার অডিও গুলো 1.25x স্পিডে শুনলে হবে কিনা। আমার সবকিছু 1.5x স্পিডে শুনে অভ্যাস। তাই নরমাল স্পিড এ মনোযোগ রাখতে পারিনা।