আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
56 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (23 points)
edited by
السلام عليكم و رحمة الله و بركاته

খুবই জরুরতে প্রশ্ন গুলো করেছি একটু দ্রুত উত্তর করবেন।من فضلك

১) ১) বিয়ের পর কেউ চাইলে কি জন্মনিয়ন্ত্রণ করতে পারে? কোন কারণ ছাড়াই।
আমাদের বিয়ের ১ মাস হয়েছে প্রায় এখনো শারীরিক কোনো সম্পর্ক তৈরী হয় নি।হাসব্যান্ড চাচ্ছিলেন আমরা যখন একসাথে ঢাকায় শিফট হবো তখন সন্তান নেয়ার ব্যাপারে ভাববো যাতে এর আগে কোনো ঝামেলা না হয়, কারণ এখন আমরা দুজন আলাদা ডিস্ট্রিক্ট এ আছি। এখন এই হালাতে আমাদের জন্য বৈধ উপায়ে শরীরের কোনো ক্ষতিসাধন না করে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েয হবে?

আর এতে করে কি আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবো? আমাদের জন্য কোনটা করা উত্তম হবে? একটু বিস্তারিত ভাবে বললে মুনাসিব হতো...

২) আগের প্রশ্নে বর্ণিত হালত অনুযায়ী জন্ম নিয়ন্ত্রণে ক্যালেন্ডার পদ্ধতি অবলম্বন করলে সেটা কি উত্তম হবে?
৩) বিয়ের প্রথম রাতের সুন্নাত, আদব কী কী?

৪) বিয়ের পর মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে পিঠা বানিয়ে দেয়া, জামা কাপড় দেয়া ইত্যাদি দেয়া কি জায়েজ? মেয়ের পরিবার যদি খুশি হয়েই,হাদীয়া হিসেবে দেয়, পাত্রপক্ষ থেকে কোনো প্রকার জুলুম না করা হয় তাহলে এগুলা জায়েজ হবে? এগুলো কি উরফ সাব্যস্ত হবে?

1 Answer

0 votes
by (683,010 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
সকল উযরের খুলাসাহ হল, ব্যক্তিগত জীবনে কারো এমন কোনো সমস্যা সামনে আসলে উযর পর্যন্ত তার জন্য মাকরুহ ব্যতীত আ'যল জায়েয হবে।
উযর দূর হওয়ার পর আবার তার জন্য সেটা মাকরুহ হবে।তবে ব্যাপকহারে সরকারী ব্যবস্থাপনায় এটার প্রচার প্রসার কখনো উচিৎ হবে না।বরং শরীয়ত এটাকে অপছন্দ করে।
তবে ব্যক্তিগতভাবে যদি কেউ এমন কোনো কারণে আ'যল করতে চায় যা ইসলামী উসূলের খেলাফ।তাহলে এমতাবস্থায় আ'যল জায়েয হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1907

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে বিনা জরুরতে জন্মনিয়ন্ত্রণ করা মাকরুহ ও তাকওয়ার খেলাফ বলে বিবেচিত হবে।

(২) জন্ম নিয়ন্ত্রণে অন্যান্য পদ্ধতির চেয়ে ক্যালেন্ডার পদ্ধতির অনুসরণ করাই উত্তম। 

(৩) বিয়ের প্রথম রাতের সুন্নাত ও আদব হল, বর কনে নামায পড়বে, আল্লাহর কাছে ভবিষ্যত জীবনের জন্য সাহায্য প্রার্থনা করবেন।

(৪) বিয়ের পর স্বেচ্ছায় মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে পিঠা বানিয়ে দেয়া, জামা কাপড় দেয়া ইত্যাদি দেয়া নাজায়েজ হবে না। তবে মেয়েকে বা মেয়ের বাড়ীর লোকজনকেল চাপপ্রয়োগ করে এসব  আনানো জাযেয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...