এ+ না পাবার কারণে অনেক বাজে পয়েন্ট পাবার কারণে যেটা সে পাবার যোগ্য ছিল না। আল্লাহ ওয়ালা ছিলাম ছোট থেকে অনেক ইসলামিক ই বলা যায় বাট এ+ না আসার কারণে অনেক খারাপ মার্ক আসার কারণে মেডিকেল এক্সাম এ অনেক বড় মার্ক কাটা যাবে এই ভেবে হতাশ হয়ে অনেক যন্ত্রণায় কষ্টে আল্লাহ কে কেও যদি বলে ফেলে যে আল্লাহর উপর আমার আর ভরসা নাই সে আমাকে ঠকিয়েছে৷ আল্লাহ কেন এমন করল আমি আর নামাজ পড়ব না বুজে কষ্টে এগুলা বলছে এগুলা কি শিরক?? সে আল্লাহর সাথে কাওকে তুলনা করে নি এন্ড সে এই কথা বলে আবার কিছু ক্ষণ পর আল্লাহর কাছেই কান্নাকাটি করছে এন্ড continuously তওবা করেই যাচ্ছে আগের পাপের জন্য অনেক অনুশোচনা করছে যা তাকে মানসিক অসুস্থ বানাই দিছে আল্লাহ কি মাফ করবেন বা এটা কি শিরক?