(১)শায়খ আমার প্রশ্ন হলো এমন কোনো খাবার, চকলেট বা চিপস যা কোন টাকা দিয়ে কেনা হয়েছে আমি জানিনা এখন ওইটা যদি আমি খেয়ে ফেলি তাহলে বিনা সওয়াবের নিয়তে দান করে দিলে হবে টাকা?
(২) আর যদি এমন হয় মনের মধ্যে সন্দেহ কাজ করছে যে আমি অনেক আগে একটা এরকম খাবার যেমন:চিপস, বিস্কিট বা চকলেট একটু খেয়েছিলাম ( যা কোন টাকা দিয়ে কেনা হয়েছিলো আমি জানিনা ) কিন্তু কতটুকু খেয়েছিলাম মনে নেই এখন যত টাকার খেয়েছি তার চেয়ে বেশি টাকা সওয়াবের নিয়ত ছাড়া দান করলে হবে?
মানে যেই জিনিসটা খেয়েছিলাম সেটা যদি ২০ টাকার হয় কিন্তু আমি ৪০ টাকা দান করলে অসুবিধা হবে?