আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আমাদের বাড়িতে কিছু রুম এবং নিচতলায় একটি দোকান ভাড়া দেওয়া আছে। রুমগুলোর কারেন্ট বিল সরকারি কাগজ অনুযায়ী হিসাব করা হয় আলহামদুলিল্লাহ। কিন্তু দোকানের বিলের ইউনিট দর ১০ ধরে ফিক্স করা হয়েছে এবং ভাড়াটিয়াও সেটা জানে। প্রতিমাসে ইউনিট দর সহ বিলের কাগজ প্রদান করা হয় । অধিকাংশ বাড়িওয়ালারাই ১০/১২ টাকা করে ইউনিট দর ধরে থাকেন। অপরদিকে পল্লী বিদ্যুতের বিলের কাগজে দর উঠানামা করে। কখনো ৮ কখনো ৯ আবার কখনো আরো বেশি হতে পারে। এক্ষেত্রে ভাড়াটিয়াকে জানিয়ে ১০টাকা ইউনিট দর ফিক্স করলে কি জায়েয হবে?
২/ যদি জায়েয না হয় তাহলে এর হিসাব করার কারণে কি আমার গুনাহ হবে যদি আব্বুকে বোঝানোর পর ও রাজি না হয়?(উল্লেখ্য আমি ছাড়া বিল হিসাব করার মতো কেউ নেই)আর এই টাকা কি হারাম হবে?