হযরত, আমি তালাক নিয়ে কিছু বিষয় clear হতে চাই,
ছেড়ে দিলাম শব্দে তালাক হয় এইটা জানার পর কিছু বিষয় আমার কাছে সন্দেহ লাগছে,,
১) normally husband wife হাস্যৌজ্বল মুহুর্ত পার করছে এমন সময় husband পাশ ফিরল বা বিছানা থেকে উঠে কোথাও যেতে লাগল আর wife জিজ্জসা করল যে কোথায় যাও husband দুষ্টামি করে বলল তোমাকে ছেড়ে চলে যাই ( কোন তালাকের নিয়ত না, তালাকের কথাও মাথায় নেই) এইখানে তালাক হবে?
২) অনেক সময় ঝগড়া তে দুইজনের মাঝে অনেক কথায় হয় কিন্তু husband এর মাথায় সবসময় থাকত যে তালাক/divorce দিলাম বললে তালাক হয়ে যাবে তাই এই কথা বলত না, কিন্তু এইটা ছাড়া অনেক কথায় হয়,, সেইখানে ছেড়ে দিলাম বলছে কিনা মনে না থাকলে কি করা যায় এই বিষয় নিয়ে?
৩) কখনো এমন হয় যে ঝগড়ার পর husband চিন্তা করে আর না অনেক হইছে, তার সাথে আর কথা বলব না,, দূরে থাকব বা রেগে ভাবে যে সম্পর্ক আর রাখব না ( রাগে ক্ষোভে এমনটা ভাবে) চিন্তায় বিভিন্ন messenger group যেমন family group যেখানে wife ও আছে সেখান থেকে exit নেই, fb তে block করে কিন্তু মুখে কিছু বলে না, মনে মনে রাখে পরে ঠিক হয়ে যায়, এখন এইখানে কি তালাকের কোন কিছু আছে? যদিও এমন রাগের সময় husband এর মাথায় কখনো তালাকের চিন্তা আসলে avoid করত, কারণ তালাক দিলে সব শেষ হয়ে যাবে সেটা মাথায় থাকত
৪) ঝগড়ার সময় husband যদি বলে তোমাকে আমার লাগবে না কিন্তু তালাকের কথা মাথায় থাকে না,, রাগের ক্ষোভে বলে, তাহলে কি তালাক হবে?