আসসালামু আলাইকুম, জনাব ৷ আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন।
আমি একটি সিএ (অডিট) ফার্ম এর স্টুডেন্ট। আমাদের অডিট এর ক্ষেত্রে একটি কোম্পানি, তার এক বছরের আয় ব্যায়ের মোট তথ্য দেই। তার মধ্যে কোম্পানির ব্যাংক একাউন্ট এর স্টেটমেন্ট দেই, ওই স্টেটমেন্ট থেকে আমরা ব্যাংক কত টাকা চার্জ কাটলো, কত টাকা সুদ দিলো কোম্পানিকে, আবার কোম্পানি ব্যাংক লোন নিলে কত টাকা সুদ দিলো ব্যাংকে এগুলো আলাদা ক্যালকুলেশন করি। যদিও এগুলো ব্যাংক হিসাব করে আমাদের এক কপি কাগজ দেই, তবুও আমরা আলাদা করে আবার হিসাব করি,
আমার প্রশ্ন টা ছিল যে, আমি যদি সুদের ক্যালকুলেশন করি, সুদের লেনদেন গুলার রেকর্ড করি বুকস অফ একাউন্সে, যদি সুদের লেনদেন গুলোর অডিট করি তা কি হারাম হবে কিনা? কিতাবের রেফারেন্স সহ দিলে আমি উপকৃত হতাম। আমি যেমন শুনছি সুদের লেনদেন ‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা’নত (অভিসম্পাত) করেন সুদের সাথে সংশ্লিষ্ট চার ব্যক্তিকে। তারা হচ্ছে: সুদখোর, সুদদাতা, সুদের লেখক ও সুদের সাক্ষীদ্বয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন: তারা সবাই সমপর্যায়ের দোষী’’।
“এখানে লেখক বলতে কাদের বোঝানো হয়েছে” ?
আরেকটা প্রশ্ন হলো? আমরা অডিট করার জন্য পরিপূর্ণ তথ্য কোম্পানি থেকে পাই না। তখন কোম্পানির মনমতো অডিট করতে বাধ্য হইতে হয়। একাউন্স মিলাতে যেয়ে নিজেদের মতো হিসাব করে বসাতে হয়। তো এখন আমিতো স্টুডেন্ট এক্ষেত্রে দোষটা কার কোম্পানীর, ফার্ম এর, না আমার।আমার এখন ছাত্র অবস্থায় করণীয় কী