১।যেহেতু সরাসরি মাফ চাইতে গেলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশী তাই তার কাছে সরাসরি মাফ না চেয়ে আল্লাহর কাছে মাফ চাওয়াই সমুচিত হবে।এই উত্তর টা কি আগের ১ও ২নং প্রশ্নের জন্য হবে।
২।আমরা আগে নেশা করতাম কয়েকজন মিলে গাঁজা মদ মোট কথা মাদকদ্রব্য সেবন করতাম অন্যজনের যায়গায় এখন কি তাদের কাছে মাফ চাইতে হবে?
৩। একজনের ১টা মুরগ নাকি মুরগী শিওর না চুরি করে অন্য আরেকজনকে দিছিলাম যাকে দিছিলাম সে বলছে যে তার ছেলে যাদের চুরি করছিলাম তাদেরকে দিয়ে দেয় যাদের মুরগী ছিল আমাদের বাড়িতে এসে বিচার দেয়।যখন চুরি করতেছিলাম তারা ঘুম থেকে জেগে উঠে তাদের হাস মুরগির রাখার আর বন্ধ করতে পারিনি দৌড়ে চলে যাই। যাদের চুরি করছিলাম তাদের ঘরের একজন বলছে যে তাদের আরও মুরগী নাকি পাওয়া যাচ্ছে না। এখন আমার প্রশ্ন হচ্ছে চুরি করাটা ফেরত পাইছে এখন চুরি করতে গিয়ে যে রাখার যায়গা খোলা,খোলা রাখা,এর ভিতরে প্রবেশ সহ যাবতীয় কারনে হক নষ্ট হইছে কিনা আর কারও কাছে মাফ চাইতে হবে কি না?
৪।যেদিন মুরগী চুরি করতে গেছিলাম অনেকের বাড়ি গেছিলাম তারা অনেকেই তালা দেওয়া ছিলো সেখানে কেঁচি দিয়ে খোলার জন্য চেষ্টা করি কিন্তু পারিনি এ কারনে কারও কাছে মাফ চাইতে হবে কি?
৫।যদি কোনো যায়গায় হিন্দুরা ছেড়ে চলে গেছে সেখানে ক্রিকেট খেলি, প্রসাব, পায়খানা করছি,গাজা খাইছি মোট কথা আমরা ব্যাবহার করি। এ যায়গা নিয়ে মামলা চলে দুপক্ষের ভিতরে একপক্ষ একজন হিন্দু দিয়ে এই যায়গা নাকি ঐলোক হিন্দু ধর্মের বিষয়ের জন্য দিছে কি না শিওর না । যে লোকের যায়গা ছিলো তারা ছেড়ে চলে যাওয়ার আগে মূর্তিপুজা করতো না আমার বাবা বলছেন। এখন আমরা যে ব্যাবহার করলাম আমাদের কে কারও কাছে মাফ চাইতে হবে?
৬।একবার ফুল চুরি করতে গেছিলাম আবার একজন কে উলঙ্গ দেখার জন্য ঘরে উকি দেই সেগুলো সমাধান হয়ে গেছে। যখন এই কাজগুলো করার জন্য গেছিলাম তখন তাদের ঘরের মেজের সমান ঘরের বাহিরে একটা বাড়তি অংশ থাকে আমাদের ভাষায় পিরা বলে সেখানে কাদা সহ উঠসি কিনা জানিনা। ফুল চুরি করছিলাম তখন বাহিরের বেড়াতে গুনা ছিলো টান দিয়ে ছিড়ার সময় বেড়ার কোনো ক্ষতি হইছে কিনা জানিনা তবে না হওয়ার সম্ভাবনা আছে কারন কাঠের উপর পেরেকঠোকা ছিল। আরেক যায়গায় ঘরের চালে ছিলো সেখান থেকে নেওয়ার সময় তাদের চালের কোনো ক্ষতি হইছে কিনা,বা তাদের চালে কোনো ময়লা লাগছে কি না জানিনা। যে মহিলা কে উলঙ্গ দেখার জন্য ঘরে উকি দেই সেঘরের বেড়া আগে থেকে ছিদ্র ছিলো যতটুকু মনে আছে পিরার ক্ষতি হইছে কিনা জানিনা। এই কাজগুলো করতে গিয়ে তাদের বাড়িতে হাটা, দৌড়ানি খাওয়া কারও জায়গা দিয়ে দৌড়ানো,উপরের বিষয় সহ টুকটাক ছোটো খাটো যত ধরনের বিষয় গুলো আছে কি তাদের হক নষ্ট হবে আবার মাফ চাইতে হবে কি?