আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
14 views
in সালাত(Prayer) by (7 points)

আসসালামু আলাইকুম
১/ আমি  গত দুইদিন আগে একটা জিনিসে সুপার গ্লু লাগিয়েছিলাম। আজকে হঠাৎ খেয়াল করে আমার নখে একদম  অল্প পরিমাণ গ্লু লেগে আছে।এখন আমার গত দুই দিনের নামাজ হবে? নাকি কাজা করতে হবে
২/ একটি রুমের ফ্লোরে  বাচ্চার এক দুই ফোঁটা প্রস্রাব থাকলে  ওই প্রস্রাব সহ অন্যান্য রুম মুছলে সব রুম নাপাক হবে?
৩/বিটরোট( সবজি) গুড়া করার সময় ধোয়া গলার ভিতরে গেলে মিষ্টি  অনুভব হয়। এতে আমার রোজা হবে?
৪/ আমার দাঁতের সমস্যা থাকার কারণে প্রায় সময় দাঁত দিয়ে রক্ত বের হয়। এমনকি ঘুমের সময়ও। ঘুমের মধ্যে রক্তসহ লালা গিলে ফেললে আমার কি রোযা হবে? আমি তো ইচ্ছা করে গিলে ফেলি না।
৫/ ওয়াটারপ্রুফ বেডশিটে প্রস্রাব ভরলে শুধু তিনবার পানি দিয়ে মুছে দিলে পাক হবে নাকি তিনবার  ধৌত করতে হবে। বেডশীটের কাপড় ছাতা টাইপের কাপড়। প্রস্রাব ভরলে  ভিজে থাকে কিন্তু নিচে যায় না। <!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_250708_222731_205.sdocx-->

1 Answer

0 votes
ago by (673,020 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
গোসলের ক্ষেত্রে সমস্ত শরীরে পানি পৌছানো ফরয,এ মূলনীতির আলোকে সম্পূরক হিসেবে একটি মাস'আলা ফাতাওয়ায়ে হিন্দিয়াতে এভাবে বর্ণিত রয়েছে-
وَفِي الْجَامِعِ الصَّغِيرِ سُئِلَ أَبُو الْقَاسِمِ عَنْ وَافِرِ الظُّفُرِ الَّذِي يَبْقَى فِي أَظْفَارِهِ الدَّرَنُ أَوْ الَّذِي يَعْمَلُ عَمَلَ الطِّينِ أَوْ الْمَرْأَةِ الَّتِي صَبَغَتْ أُصْبُعَهَا بِالْحِنَّاءِ، أَوْ الصَّرَّامِ، أَوْ الصَّبَّاغِ قَالَ كُلُّ ذَلِكَ سَوَاءٌ يُجْزِيهِمْ وُضُوءُهُمْ إذْ لَا يُسْتَطَاعُ الِامْتِنَاعُ عَنْهُ إلَّا بِحَرَج-
আবুল কাসিম রাহ কে লম্বাটে নক বিশিষ্ট ব্যক্তির ওজু সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিলো?
-যে নকের মধ্যে ময়লা জমে গেছে বা যে ব্যক্তি মাঠির কাজে ব্যস্ত থাকে, বা যে মহিলা নিজ হাতকে মেহদী দ্বারা রঙ্গিয়েছে,অথবা চামড়া বিক্রেতা বা পেইন্টার- উপরুক্ত ব্যক্তির নকের কোনে কোনোকিছু আটকে যাওয়া অস্বাভাবিক নয়। তখন আবুল কাসিম রাহ জবাবে বলেছিলেন, প্রত্যেকরই ওজু হবে।কেননা এত্থেকে বেঁচে থাকা প্রায় অসম্ভব।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৪)


প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই বোন!
শরীরে এমন কিছু লেগে থাকলে যা ওজু গোসলের সময় শরীরে পানি পৌছতে বাধা প্রদাণ করে।শরীরে এমন জিনিষ লেগে থাকাবস্থায় ওজু-গোসল কিছুই হবে না। বিশেষ প্রয়োজনে মূল নকের পরে অতিরিক্ত নক সম্পর্কে শরীয়তে কিছুটা শীতিলতা রয়েছে।যা আমরা ইতিপূর্বে দেখেছি। বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/1024

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি  নখের মূল অংশে সুপারগ্লোব থাকে তাহলে অযু হবে না। কিন্তু যদি মূল নখের অতিরিক্ত অংশে সুপারগ্লোব থাকে, তাহলে অজু হবে। কিন্তু যথাসাধ্য চেষ্টা করার পরও যদি এই সুপারগ্লোব না উঠে, তাহলে এই সুপারগ্লোব থাকাবস্থায়ও অজুতে কোনো সমস্যা হবে না।


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) যেদিন সুপারগ্লো লাগিয়েছেন,  সেদিন থেকে এখন পর্যন্ত সবগুলো নকমাযকে কাযা করে নিবেন। 

(২) একটি রুমের ফ্লোরে  বাচ্চার এক দুই ফোঁটা প্রস্রাব থাকলে ঐ প্রস্রাব সহ অন্যান্য রুম মুছলে সব রুমই নাপাক হয়ে যাবে।

(৩) বিটরোট( সবজি) গুড়া করার সময় ধোয়া গলার ভিতরে গেলে মিষ্টি অনুভব হলে এতে রোজা ফাসিদ হবে না।

(৪) যদি গলার ভিতর রক্ত চলে যায়, তাহলে রোযা হবে না। পরবর্তীতে কাযা করতে হবে বা ফিদয়া আদায় করতে হবে। 

(৫) ওয়াটারপ্রুফ বেডশিটে প্রস্রাব করলে শুধু তিনবার পানি দিয়ে মুছে দিলে পাক হবে না। বরং তিনবার ধৌত করতে হবে। এবং প্রত্যেকবার নিংড়াতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...