ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
গোসলের ক্ষেত্রে সমস্ত শরীরে পানি পৌছানো ফরয,এ মূলনীতির আলোকে সম্পূরক হিসেবে একটি মাস'আলা ফাতাওয়ায়ে হিন্দিয়াতে এভাবে বর্ণিত রয়েছে-
وَفِي الْجَامِعِ الصَّغِيرِ سُئِلَ أَبُو الْقَاسِمِ عَنْ وَافِرِ الظُّفُرِ الَّذِي يَبْقَى فِي أَظْفَارِهِ الدَّرَنُ أَوْ الَّذِي يَعْمَلُ عَمَلَ الطِّينِ أَوْ الْمَرْأَةِ الَّتِي صَبَغَتْ أُصْبُعَهَا بِالْحِنَّاءِ، أَوْ الصَّرَّامِ، أَوْ الصَّبَّاغِ قَالَ كُلُّ ذَلِكَ سَوَاءٌ يُجْزِيهِمْ وُضُوءُهُمْ إذْ لَا يُسْتَطَاعُ الِامْتِنَاعُ عَنْهُ إلَّا بِحَرَج-
আবুল কাসিম রাহ কে লম্বাটে নক বিশিষ্ট ব্যক্তির ওজু সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিলো?
-যে নকের মধ্যে ময়লা জমে গেছে বা যে ব্যক্তি মাঠির কাজে ব্যস্ত থাকে, বা যে মহিলা নিজ হাতকে মেহদী দ্বারা রঙ্গিয়েছে,অথবা চামড়া বিক্রেতা বা পেইন্টার- উপরুক্ত ব্যক্তির নকের কোনে কোনোকিছু আটকে যাওয়া অস্বাভাবিক নয়। তখন আবুল কাসিম রাহ জবাবে বলেছিলেন, প্রত্যেকরই ওজু হবে।কেননা এত্থেকে বেঁচে থাকা প্রায় অসম্ভব।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৪)
প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই বোন!
শরীরে এমন কিছু লেগে থাকলে যা ওজু গোসলের সময় শরীরে পানি পৌছতে বাধা প্রদাণ করে।শরীরে এমন জিনিষ লেগে থাকাবস্থায় ওজু-গোসল কিছুই হবে না। বিশেষ প্রয়োজনে মূল নকের পরে অতিরিক্ত নক সম্পর্কে শরীয়তে কিছুটা শীতিলতা রয়েছে।যা আমরা ইতিপূর্বে দেখেছি। বিস্তারিত জানুন-
https://www.ifatwa.info/1024
সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি নখের মূল অংশে সুপারগ্লোব থাকে তাহলে অযু হবে না। কিন্তু যদি মূল নখের অতিরিক্ত অংশে সুপারগ্লোব থাকে, তাহলে অজু হবে। কিন্তু যথাসাধ্য চেষ্টা করার পরও যদি এই সুপারগ্লোব না উঠে, তাহলে এই সুপারগ্লোব থাকাবস্থায়ও অজুতে কোনো সমস্যা হবে না।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) যেদিন সুপারগ্লো লাগিয়েছেন, সেদিন থেকে এখন পর্যন্ত সবগুলো নকমাযকে কাযা করে নিবেন।
(২) একটি রুমের ফ্লোরে বাচ্চার এক দুই ফোঁটা প্রস্রাব থাকলে ঐ প্রস্রাব সহ অন্যান্য রুম মুছলে সব রুমই নাপাক হয়ে যাবে।
(৩) বিটরোট( সবজি) গুড়া করার সময় ধোয়া গলার ভিতরে গেলে মিষ্টি অনুভব হলে এতে রোজা ফাসিদ হবে না।
(৪) যদি গলার ভিতর রক্ত চলে যায়, তাহলে রোযা হবে না। পরবর্তীতে কাযা করতে হবে বা ফিদয়া আদায় করতে হবে।
(৫) ওয়াটারপ্রুফ বেডশিটে প্রস্রাব করলে শুধু তিনবার পানি দিয়ে মুছে দিলে পাক হবে না। বরং তিনবার ধৌত করতে হবে। এবং প্রত্যেকবার নিংড়াতে হবে।