আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
১। নানু বাড়ি থেকে বাসে সন্ধ্যার পর বাসায় ফেরার বাসগুলোতে প্রচুর ভীর থাকে। আজ নানু বাড়ি থেকে বাসায় ফেরার সময়ও ঠিক একই অবস্থা, বাসে আমরা মোট ৩জন মেয়ে যাত্রী ছিলাম যারা দাঁড়িয়ে ছিল, আর পুরো বাস জুড়ে কয়েকটা মেয়ে ছিল যারা বসে ছিল, বাকি যব যাত্রী ছিল পুরুষ, পুরুষ বললে ভুল হবে তারা আসলে ছিল ব্যক্তিত্বহীন পঙ্গু পুরুষ! বাসে উঠার সময় অনিচ্ছাকৃত পুরুষের দেহের সাথে বেশ কয়েকবার হালকা স্পর্শ লেগেছে, ৪০ মিনিটের পুরো রাস্তাটা আমি কাঁদতে কাঁদতে এসেছি, বারবার মনে হচ্ছিল শরীরের সেসব জায়গা কেটে আগুন লাগিয়ে দেই। আমার আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যেন এমন না হয় তাও হয়েছে, এতে কি আমার গুনাহ হয়েছে? বাসায় এসেও কিছুতেই মন স্থির করতে পারছি না বার বার কান্না আসছে।
২। আমার মামা তামাকের বিসনেস করে, নানু বাসায় যেহুতু গিয়েছি তাই তারা না খেয়েও আসতে দিবেন না, তারউপর রোজা ছিলাম, তাই ইফতার করে ভাত না খাওয়া পর্যন্ত তারা ছাড়েন নাই। এটা তো স্পষ্ট যে তাদের ইনকাম হারাম, কিন্তু আমি তাদের মুখের উপর না করতে পারিনি, আমার বারবার মনে হচ্ছে যে আমি আমি হারাম খেয়েছি বিধায় আমার রব আমার উপর খুব নারাজ, আমার ইবাদত কবুল হবে না, এখন আমি কি করতে পারি? কিভাবে এই পাপ থেকে আল্লাহ আমাকে ক্ষমা করবেন?
এমন পরিস্থিতীতে যদি আবার পড়ি তখনই বা কি করবো?
আমি কোন ভাবেই আমার মনকে শান্ত করতে পারছি না, বাসায় আসার পর থেকেই একটা অশান্ত মন নিয়ে বারবার ছটফট করছি আমাকে উত্তম পরামর্শ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ।
জাঝাকাল্লাহু খইরন ফিদ্দুনইয়া ওয়াল আখিরহ।