আমি একজন মেয়ে। আমি চাকরি করতে চাই না। কিন্তু আমার স্বামী আমাকে চাকরির জন্য জোর করে। তাকে অনেক বুঝিয়েও রাজি করাতে পারিনি। আসলে সে নিজে টুকটাক কৃষিকাজ করে ও ভাইয়ের ব্যবসায় সাহায্য করে। তাদের যৌথ পরিবারে থাকে। যেহেতু সে খুব একটা পড়াশোনা করেনি তাই তার ধারনা আমি চাকরি করলেই আমাদের ভবিষ্যতে কষ্ট কম হবে। উল্লেখ আমি আমার স্বামীর ইচ্ছাতেই বর্তমানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়নরত। আমার স্বামীর আরেকটি দিক হলো সে তার পরিবারের প্রতি খুবই ডেডিকেটেড। পরিবারকে খুব ভালোবাসে। সে মনে করে আমি ভালো চাকরি করলে তার পরিবারের সকলকে সাহায্য করতে পারবে, তাদেরকে খুশি করতে পারবে। কথায় কথায় বলে একেকজনকে একেক জিনিস কিনে দিবে। ভাইঝির জন্য ডিপিএস করবে। এখন আমি জানতে চাই যদি আমি চাকরি করিই তাহলে কি আমার বেতনের টাকা তাকে না দিলে গুনাহগার হবো। অর্থাৎ আমার চাকরির টাকায় কি তার কোনো অধিকার থাকবে? উল্লেখ কারো সাহায্য প্রয়োজন হলে আমিও সাহায্য করতে ইচ্ছুক তবে এরকম জোর করা নিয়ে আমার আপত্তি।