আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার এক বোনের ছাত্রীর বাবা ব্যাংকে জব করেন, মা টিচার।পরিবারের যাবতীয় খরচ বাবাই বহন করেন মায়ের টাকা সেভ করা হয়।একটা ফতোয়া থেকে জানতে পেরেছি টিউশনের টাকাটা হারাম হবেনা।কিন্তু ওই বাসার খাবার কি হালাল হবে?? যেহেতু বাবা সব খরচ করেন সেই টাকাটা তো হারাম।পড়াতে গিয়ে বিভিন্ন সময় ওই বোনকে খাবার দেয়া হয় এই খাবারটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে??? যদি হারাম হয় তাহলে এতোদিন যে খেয়েছে এটার জন্য কি করা যেতে পারে??