জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
হাদীস শরীফে এসেছেঃ-
عَنْ مُعَاذِ بْنِ أَنَسٍ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ:
"مَنْ قَرَأَ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ حَتَّى يَخْتِمَهَا عَشْرَ مَرَّاتٍ بَنَى اللَّهُ لَهُ قَصْرًا فِي الْجَنَّةِ"
فقال عمر: إذًا نُكْثِرَ يَا رَسُولَ اللَّهِ؟
قال: "اللَّهُ أَكْثَرُ وَأَطْيَبُ"
অর্থ: “যে ব্যক্তি ‘কুল হুয়াল্লাহু আহাদ’ (সুরা ইখলাস) দশবার পাঠ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন।”
সাহাবী উমর (রা.) বললেন: “আমরা তাহলে তো অনেক বার পড়ব!”
রাসূল ﷺ উত্তরে বললেন: “আল্লাহ আরও বেশি ও আরও উত্তম (পুরস্কারদাতা)” — মানে, আল্লাহ সীমাহীন পুরস্কার দান করেন।
মুসনাদ আহমদ (20022)
সুনানে দারা কুতনী (2/503)
তাবরানী, আল-মুজামুল আওসাত
ইবনু হিব্বান (হাদীস: 820 - সহীহ হিসাবে গ্রহণ করেছেন)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আপনার যদি একটানা পড়তে সমস্যা হয়,সেক্ষেত্রে প্রতি ওয়াক্ত (৫ ওয়াক্ত) নামাজের পরে ঐ একই নিয়তে ২ বার করে পড়ে ১০ বার পূরণ করলেই হাদীসে বর্ণিত ফযীলত পাওয়া যাবে,ইনশাআল্লাহ।
তবে চেষ্টা করবেন,সকালে আমল শুরু করলে দুপুরের আগেই শেষ করার।
দুপুরে আমল শুরু করলে সন্ধ্যার আগেই শেষ করার। তাহলে ভালো হবে।
(০২)
আপনি মুদারাবা ব্যবসার ভিত্তিতে শরীয়তের নিয়ম-কানুন মেনে তাকে টাকা দিতে পারেন।
এক্ষেত্রে আপনি শর্ত আরোপ করবেন যে হারাম কোন খাবার যেন উক্ত রেস্টুরেন্টে না তোলা হয় এবং মহিলাদের জন্য পর্দা ঘেরা পরিবেশে যেন আলাদা ভাবে খানা খাওয়ার ব্যবস্থা করা হয়। যাতে কোন পর্দাশীল মহিলা চাইলেই উক্ত সুযোগ গ্রহণ করতে পারেন।