আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
55 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)
closed by
আসসালামু আলাইকুম, আমি ২২ বছর বয়সী একজন বোন,আমি বেদ্বীন পরিবারে বেড়ে উঠেছি,,কিন্তু ছোটোবেলা থেকে ৫ ওয়াক্ত সালাত আমার জীবনে ছিলো,,৬ষ্ঠ শ্রেণী থেকে হিজাব পরা শুরু করি এবং এসএসসি পরিক্ষার পর থেকে বোরকা ও নিকাব।
আমার বাবা মা দুজনেরই অন্যত্র বিয়ে হয়েছে,,আমার এখন প্রকৃতপক্ষে আল্লাহ ছাড়া কোনো গার্ডিয়ান নেই।
আমি একটি কোম্পানিতে ঘরে বসে রিমোট জব করি,,জবটা আমার জন্য বাধ্যতামুলক,,নিরুপায় আমি,, আমার সিইও আমার সম্পর্কে ছোটোবেলা থেকেই জানেন,,চেনেন,,কারন উনি আমার বাবার অনেক কাছের একজন ছিলেন,,ছোটোবেলা থেকে যতদুর দেখে এসেছি,,উনি অনেক স্ট্রং পারসোনালিটির এবং চরিত্রবান একজন পুরুষ,, উনার বাবা মা আল্লাহর রহমতে পরহেজগার,, দাড়ি টুপি এবং ৫ ওয়ক্ত সালাত আদায় করেন,, কিন্তু আমার সিইও ৫ ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করেনা,,
উনি আমার অবস্থা দেখে আমাকে বলেছেন যেনো আমি ভালো কোনো ভার্সিটিতে ভর্তি হই,,যতোটাকা লাগবে উনি দিবেন এবং আমি যখন সিনিয়র পজিশনে যাবো তখন আমার সেলারি থেকে নাকি কেটে রাখবে(এটি শুধুমাত্র আমার সন্মান রক্ষার জন্য বলেছেন)
উনি আমাকে মিটিং এ আরেকজনকে সামনে রেখে বলেছেন যে, তুমি একজন মেয়ে, এবং ইসলামের দৃষ্টিতে দেখতে গেলেও তোমার এখন বিয়ে করা উচিৎ,,এমন কাওকে বিয়ে করো যে তোমার জীবনে অনেক ভ্যালু এড করতে পারবে,,ইসলামিক মাইন্ডসেট আছে এমন কাওকে বিয়ে করে নাও,,আর তোমাকে প্রেমের কথা বলছিনা আমি,, দেখো যদি মনেহয় তোমাকে কেও পছন্দ করে তাহোলে বিয়ে করে নেওয়াই উত্তম,,, এবং পাশের সহকর্মীকে বলেন যে "জানেন ভাই, আমার বোনও কিন্তু ওকে অনেক পছন্দ করে,,ও তো আমার বোনের ছেলেকে পড়ায়"

আমার মনেহয় উনি নিজেকেই ইঙ্গিত করেছেন,, আমি একবছর ধরে তার কোম্পানীতে কাজ করছি,কখনো আপত্তিমুলক ব্যাবহার তারমাঝে পাইনি,,আমি যেহেতু ঘরকুনো এবং ঘরের বাহিরে কাওকেই চিনিনা,,সেক্ষেত্রে দ্বীনদার পাত্র একা একা খোঁজার ক্ষমতা আমার নেই,,এবং আমি আমার জীবনে কোনো পুরুষ মানুষের সাথে অপ্রয়োজনে কথা বলিওনা।
১)এখন যেহেতু আমার জন্য অন্য কোনো পাত্র যোগাড় করা অনেক কঠিন।
সেহেতু আমি কি এরকম একজন ব্যাক্তির প্রস্তাবে রাজি হতে পারি?

আমাকে পর্দার পরিবেশ এবং দ্বীন পালনে যেখানে সম্পুর্ন স্বাধীনতা দেওয়া হবে?
উনার দুনিয়াবী অর্জনের কোনো কমতি নেই,,উনি সৎ, দয়ালু,এবং উচ্চশিক্ষিত একজন মানুষ,কিন্তু তিনি দ্বীনকে পরিপূর্ণভাবে প্র্যাকটিস করেন না,,আজানের অনেক পরে সালাত আদায় করেন, মিটিং থাকলে।
এবং ফজরের সালাত ঠিকমতো আদায় করেনা

এরকম একজন ব্যাক্তিকে বিয়ে করা কি উচিৎ হবে?
২) উনি নিজে থেকে কখনো কিছু বলবেনা আমাকে সেটা আমি জানি,,কারন উনি অনেক সন্মানিত এবং প্রফেশনাল একজন ব্যাক্তি,,আমি না করে দিলে তার সম্মানের ভয় এবং যেহেতু বাবার পূর্বপরিচিত, তাই তিনি কখনো বলবেনা।
আমি কি নিজে থেকে তাকে বলতে পারি? যে "আপনি যেই যেই বৈশিষ্ট্য গুলোর কথা বলেছেন আমি সেগুলো আপনার মধ্যে খুঁজে পেয়েছি,এবং আমি আপনাকে পছন্দ করি,যেহেতু আমি হারাম কোনোকিছুতে জরানোর প্রতি মোটেও আগ্রহী নই,সেক্ষেত্রে আমার কি করা উচিৎ স্যার আপনি বলুন।"

আমি কি তাকে এভাবে প্রস্তাব দিতে পারি?

আমি এই ফিৎনার যুগে নিজের বিবাহটাকে এখন অনেক গুরুত্বপূর্ণ  বলে অনুভব করছি,,যেহেতু আমার বিবাহের বয়সও হয়ে গিয়েছে।

৩) বিবাহের সময় আমি তারকাছে তিনটি শর্ত দিতেচাই,,বলবো যে আমার আপনার কাছে তিনটি চাওয়া আছে, ১. ৫ ওয়াক্ত সালাত সময়ের মধ্যে আদায় করতে হবে, ২. ইসলামিক বই অধ্যায়ন করতে হবে, এবং ৩. আমাকে পরিপূর্ণ পর্দায় থাকতে দিতে হবে।

৪) আমি দোয়া করেছি যে "হে  আল্লাহ, উনি যদি আমার দুনিয়া আখিরাতের জন্য উত্তম হয়,তবে তারসাথে আমাকে তুমি দ্রুত মিল করে দাও,,আমি ১ মাস রোজা ও নিয়মিত তাহাজ্জুদ পরবো আল্লাহ তুমি কবুল করে নাও"

এভাবে দোয়া করা কি অনুচিত?
closed

1 Answer

+1 vote
by (674,370 points)
selected by
 
Best answer
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,রাসূলুল্লাহ সাঃ বলেনঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( تُنْكَحُ الْمَرْأَةُ لِأَرْبَعٍ : لِمَالِهَا ، وَلِحَسَبِهَا ، وَلِجَمَالِهَا ، وَلِدِينِهَا ، فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ) 
চারটি জিনিস দেখে মহিলাকে সাধারণত বিয়ে করা হয়,(১)সম্পদ(২)বংশ(৩)সুন্দর্য্য (৪)দ্বীনদারী
তুমি দ্বীনদারীকে অগ্রাধিকার দাও।{যদি তা না করো তবে তুমি ক্ষতিগ্রস্ত হবে(تَرِبَتْ يَدَاكَ এর অনেক ব্যাখার একটি ব্যাখা)}(সহীহ বুখারী-৪৮০২,সহীহ মুসলিম-১৪৬৬) বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/18

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
যেহেতু পাত্রর ইনকাম হারাম নয়, এবং আপনাকেও পর্দাতে রাখবে বলে মনে হচ্ছে, তাই আপনি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। বিবাহের সিদ্ধান্ত নেয়ার পূর্বে আপনি আপনার মাতাপিতার সাথে পরামর্শ করার চেষ্টা করবেন। যদি তাদের কাছ থেকে কোনো প্রকার পরামর্শ বা সাহায্য সহযোগিতার কোনো আশ্বাসই অবশিষ্ট না থাকে, তাহলে তখন নিজেই বিয়ের প্রস্তাব দিতে পারবেন।

(২) জ্বী, আপনি আগ বাড়িয়ে প্রস্তাব দিতে পারবেন। তবে বিয়েটা যাতে ঘটা করে হয়, সেটার ব্যবস্থা করবেন।বড়লোকের লুকানো বউয়ে রাজী হবেন না।

(৩) জ্বী, এই তিনটি শর্তারোপ করতে পারবেন।

(৪) জ্বী, এভাবে দু'আ করতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (4 points)
edited by
আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান হুজুর । 
আমার বাবা রাজি আলহামদুলিল্লাহ। 
যোগাযোগ রয়েছে বাবার সাথে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...