আসসালামু আলাইকুম, আমি ২২ বছর বয়সী একজন বোন,আমি বেদ্বীন পরিবারে বেড়ে উঠেছি,,কিন্তু ছোটোবেলা থেকে ৫ ওয়াক্ত সালাত আমার জীবনে ছিলো,,৬ষ্ঠ শ্রেণী থেকে হিজাব পরা শুরু করি এবং এসএসসি পরিক্ষার পর থেকে বোরকা ও নিকাব।
আমার বাবা মা দুজনেরই অন্যত্র বিয়ে হয়েছে,,আমার এখন প্রকৃতপক্ষে আল্লাহ ছাড়া কোনো গার্ডিয়ান নেই।
আমি একটি কোম্পানিতে ঘরে বসে রিমোট জব করি,,জবটা আমার জন্য বাধ্যতামুলক,,নিরুপায় আমি,, আমার সিইও আমার সম্পর্কে ছোটোবেলা থেকেই জানেন,,চেনেন,,কারন উনি আমার বাবার অনেক কাছের একজন ছিলেন,,ছোটোবেলা থেকে যতদুর দেখে এসেছি,,উনি অনেক স্ট্রং পারসোনালিটির এবং চরিত্রবান একজন পুরুষ,, উনার বাবা মা আল্লাহর রহমতে পরহেজগার,, দাড়ি টুপি এবং ৫ ওয়ক্ত সালাত আদায় করেন,, কিন্তু আমার সিইও ৫ ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করেনা,,
উনি আমার অবস্থা দেখে আমাকে বলেছেন যেনো আমি ভালো কোনো ভার্সিটিতে ভর্তি হই,,যতোটাকা লাগবে উনি দিবেন এবং আমি যখন সিনিয়র পজিশনে যাবো তখন আমার সেলারি থেকে নাকি কেটে রাখবে(এটি শুধুমাত্র আমার সন্মান রক্ষার জন্য বলেছেন)
উনি আমাকে মিটিং এ আরেকজনকে সামনে রেখে বলেছেন যে, তুমি একজন মেয়ে, এবং ইসলামের দৃষ্টিতে দেখতে গেলেও তোমার এখন বিয়ে করা উচিৎ,,এমন কাওকে বিয়ে করো যে তোমার জীবনে অনেক ভ্যালু এড করতে পারবে,,ইসলামিক মাইন্ডসেট আছে এমন কাওকে বিয়ে করে নাও,,আর তোমাকে প্রেমের কথা বলছিনা আমি,, দেখো যদি মনেহয় তোমাকে কেও পছন্দ করে তাহোলে বিয়ে করে নেওয়াই উত্তম,,, এবং পাশের সহকর্মীকে বলেন যে "জানেন ভাই, আমার বোনও কিন্তু ওকে অনেক পছন্দ করে,,ও তো আমার বোনের ছেলেকে পড়ায়"
আমার মনেহয় উনি নিজেকেই ইঙ্গিত করেছেন,, আমি একবছর ধরে তার কোম্পানীতে কাজ করছি,কখনো আপত্তিমুলক ব্যাবহার তারমাঝে পাইনি,,আমি যেহেতু ঘরকুনো এবং ঘরের বাহিরে কাওকেই চিনিনা,,সেক্ষেত্রে দ্বীনদার পাত্র একা একা খোঁজার ক্ষমতা আমার নেই,,এবং আমি আমার জীবনে কোনো পুরুষ মানুষের সাথে অপ্রয়োজনে কথা বলিওনা।
১)এখন যেহেতু আমার জন্য অন্য কোনো পাত্র যোগাড় করা অনেক কঠিন।
সেহেতু আমি কি এরকম একজন ব্যাক্তির প্রস্তাবে রাজি হতে পারি?
আমাকে পর্দার পরিবেশ এবং দ্বীন পালনে যেখানে সম্পুর্ন স্বাধীনতা দেওয়া হবে?
উনার দুনিয়াবী অর্জনের কোনো কমতি নেই,,উনি সৎ, দয়ালু,এবং উচ্চশিক্ষিত একজন মানুষ,কিন্তু তিনি দ্বীনকে পরিপূর্ণভাবে প্র্যাকটিস করেন না,,আজানের অনেক পরে সালাত আদায় করেন, মিটিং থাকলে।
এবং ফজরের সালাত ঠিকমতো আদায় করেনা
এরকম একজন ব্যাক্তিকে বিয়ে করা কি উচিৎ হবে?
২) উনি নিজে থেকে কখনো কিছু বলবেনা আমাকে সেটা আমি জানি,,কারন উনি অনেক সন্মানিত এবং প্রফেশনাল একজন ব্যাক্তি,,আমি না করে দিলে তার সম্মানের ভয় এবং যেহেতু বাবার পূর্বপরিচিত, তাই তিনি কখনো বলবেনা।
আমি কি নিজে থেকে তাকে বলতে পারি? যে "আপনি যেই যেই বৈশিষ্ট্য গুলোর কথা বলেছেন আমি সেগুলো আপনার মধ্যে খুঁজে পেয়েছি,এবং আমি আপনাকে পছন্দ করি,যেহেতু আমি হারাম কোনোকিছুতে জরানোর প্রতি মোটেও আগ্রহী নই,সেক্ষেত্রে আমার কি করা উচিৎ স্যার আপনি বলুন।"
আমি কি তাকে এভাবে প্রস্তাব দিতে পারি?
আমি এই ফিৎনার যুগে নিজের বিবাহটাকে এখন অনেক গুরুত্বপূর্ণ বলে অনুভব করছি,,যেহেতু আমার বিবাহের বয়সও হয়ে গিয়েছে।
৩) বিবাহের সময় আমি তারকাছে তিনটি শর্ত দিতেচাই,,বলবো যে আমার আপনার কাছে তিনটি চাওয়া আছে, ১. ৫ ওয়াক্ত সালাত সময়ের মধ্যে আদায় করতে হবে, ২. ইসলামিক বই অধ্যায়ন করতে হবে, এবং ৩. আমাকে পরিপূর্ণ পর্দায় থাকতে দিতে হবে।
৪) আমি দোয়া করেছি যে "হে আল্লাহ, উনি যদি আমার দুনিয়া আখিরাতের জন্য উত্তম হয়,তবে তারসাথে আমাকে তুমি দ্রুত মিল করে দাও,,আমি ১ মাস রোজা ও নিয়মিত তাহাজ্জুদ পরবো আল্লাহ তুমি কবুল করে নাও"
এভাবে দোয়া করা কি অনুচিত?