আসসালামু আলাইকুম হুজুর। স্বামী যদি মেেসজ এ বলে" আমি তোমায় এক তালাক দিলাম" তালাক কি হয়ে যাবে? আমি বাবার বাড়িতে থাকি। আমাদের মধ্য স্বামী স্ত্রীর সম্পর্ক হয় নি,, তবে আমাূের মধ্যে ছতর এর পর্দা বজায় থাকে নি। যদি এক তালাক পতিত হয়,,সে কি আমায় ফিরিয়ে নিতে পারবে? নাকি পুনরায় বিয়ে করতে হবে? আর যদি ফিরিয়ে নিতে না চায়,বা ভবিষ্যতে বিয়ে করতে পারে এমন বলে তাহলে আমার করনীয় কি? হুজুর দয়া করে যতটুকু তাড়াতাড়ি পারা যায় জানাবেন। আসসালামু আলাইকুম।