আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
উস্তাদ, আমি একটা সেলাই মেশিন কিনেছি প্রায় ৬০০০ এর মতো নিয়েছে।।আব্বা ৫০০০ দিয়েছে।আর প্রায় ১০০০ আম্মা দিয়েছে নাকি আমি দিয়েছি মনে নেই।।আম্মা যদি আব্বাকে না বলে ১০০০ দেয় অথবা আমি যদি আব্বার কাছে মিথ্যা বলে ১০০০ নিয়ে থাকি অথবা টাকাটা যদি কোনোভাবে হারাম হয়ে থাকে, এটা আমার সন্দেহ হচ্ছে।এতে করে শান্তি পাচ্ছি না। আবার আমি মানুষকে সেলাই কাজ শেখাচ্ছি।এখন আমার হালাল, হারাম নিয়ে মনে অশান্তি শুরু হয়েছে।মনে হচ্ছে আমি কাজ শিখিয়ে টাকা নিচ্ছি,এটা কি হালাল হচ্ছে,,আমি যে এতোদিন আমাদের নিজেদের কাপড় সেলাই করলাম,,এটা কি হাললা?মানে,এসব চিন্তায় আমি শান্তি পাচ্ছি না।
মেশিন কিনেছি কয়েক বছর হয়ে গেছে।।এখন আমি যদি আব্বাকে বলি মেশিনের বাকি টাকা দাও।। আব্বা যদি দেয়,তাহলে কি পুরো মেশিনের দাম আব্বা দিয়েছে এমন হবে?
মোট কথা, ধরে নিলাম টাকাটা হারাম,,কিন্তু আব্বা যেহেতু টাকাটা দিয়ে দিয়েছেন,,আর আব্বার টাকা যেহেতু হালাল,,তাই এখন মেশিনটাও হালাল,এমন হবে কি?