ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
" বিয়ের পরে অমুক কাজ করলে তুমি বিদায়"। এটা শর্তযুক্ত তালাক হবে। যেহেতু কেনায়া তালাকের শব্দ ব্যবহার করা হয়েছে, তাই বিয়ের পর স্ত্রী উক্ত কাজ করলে বায়েন তালাক পতিত হবে।
"বিয়ের পরে এটা করে আসলে তোমাকে বিদায় দিয়ে দিব "।
এটা তালাকের ওয়াদামাত্র। এদ্বারা তালাক পতিত হবে না।
"তোমাকে তো আমি বিদায়ই দিয়ে দিবো, যদি এগুলো কিছু করো "। এখানে তালাকের ওয়াদা বুঝানো হচ্ছে।
" -বিয়ের পরে কিন্তু আমি এটা করবো,। তখন আমার বর বলেছিল " আমি তোমাকে সাথে সাথে বিদায় করে দিবো যদি এমন কাজ করে আসো"।
এটাও ভবিষ্যতে তালাকের ওয়াদামাত্র। এদ্বারা তালাক পতিত হবে না।
مأخَذُ الفَتوی
کمافی الدرالمختار:ولوقال ان دخلت الدار فانت طالق وقع (3/374)۔
وفی الھدایة: " وإذا أضافه إلى شرط وقع عقيب الشرط مثل أن يقول لامرأته إن دخلت الدار فأنت طالق "(1/244)۔
وفی الدرالمختار: الكنايات (لا تطلق بها) قضاء (إلا بنية أو دلالة الحال) وهي حالة مذاكرة الطلاق أو الغضب،فالحالات ثلاث: رضا وغضب ومذاكرة والكنايات ثلاث ما يحتمل الرد أو ما يصلح اھ (3/296)