আসসালামু আলাইকুম। আমি বিবাহিত। বিয়ের আগে আমার বরের সাথে আমার কিছু দিনের রিলেশন ছিল। তো সে প্রায় সময় ই বলতো যে, " বিয়ের পরে অমুক কাজ করলে তুমি বিদায়"। "বিয়ের পরে এটা করে আসলে তোমাকে বিদায় দিয়ে দিব "। " তোমাকে তো আমি বিদায়ই দিয়ে দিবো যদি এগুলো কিছু করো "।
## মানে আমি একদিন বিয়ের আগে বলতেছিলাম যে তাকে " -বিয়ের পরে কিন্তু আমি এটা করবো,। তখন আমার বর বলেছিল " আমি তোমাকে সাথে সাথে বিদায় করে দিবো যদি এমন কাজ করে আসো"।
এমন করে অনেক দিন " বিদায় " বলেছে। এখন এগুলো বলার কারনে কি আমার বিবাহিত জীবনে কোনো শর্তযুক্ত তালাক হবে? বিয়ের আগে এভাবে বিদায় বলার জন্য কি কোনো সমস্যা হবে? দয়া করে জানাবেন।