আসসালামু আলাইকুম।
২০২০ এ আমাদের পরিচয় হয়,প্রেমের দিকে না গিয়ে আমরা প্রথমেই ২জন পরিবার কে না জানিয়ে বিয়ে করে ফেলি,এর ৫/৭ দিন পর আমার মাকে জানাই আমি ঐ ছেলেকে বিয়ে করতে চাই,তখন উনি সম্মতি দেন,যেন আমরা নিজেরা বিয়ে করে নেই,কিন্তু আমাদের বিয়ে আরো ৫/৭ দিন আগেই হয়েছে,বিয়েতে আমার হাসবেন্ড এর ২বন্ধু শাক্ষি দেয়, পরে একমাসের মাথায় আমার বাবাও জানতে পারে এবং মেনে নেন,ওদের পরিবার ও শীগ্রই জানতে পারে। সবাই ই মেনে নেন।
আমার বাবা জানতে পারার আগেই আমরা একসাথে ছিলাম।
আমাদের বিয়ের সময় আমার স্বামীর আর্থিক অবস্থা খারাপ ছিলো,সামাজিক ভাবেও ওরা আমাদের সমকক্ষ ছিলোনা।
আমি জানতে পেরেছি হানাফি মাজহাব অনুযায়ী নিজেরা বিয়ে করলে, ছেলেদের কুফু মেয়েদের সমান বা বেশি না থাকলে বিবাহ বাতিল হয়ে যায়।
এখন আমার প্রশ্ন আমাদের বিয়ে কি তাহলে হয়নি?
বা আমার বাবা জানতে পারার আগে আমরা যে একসঙ্গে ছিলাম,তা কি জেনা হয়েছে?
আমাদের কি অবিভাবকদের নিয়ে পুনরায় বিয়ে করে নেওয়া উচিত?
বিষয়টা নিয়ে আমি খুব পেরেশানি তে আছি,দয়া করে জানালে উপকৃত হতাম।