আমার বান্ধবি একটি ছেলেকে কোর্ট এ রেজিস্টার করে বিয়ে করেছে,ওর কোনো অভিবাবক সেখানে ছিলোনা।
এর পর ওর বাবা মা পরিবার জেনেছে,বাহিরের কেউ না জানার আগেই সে আবার কোর্ট থেকে তালাক নামা পাঠিয়েছে, তালাক নামা ওর স্বামী গ্রহন করেনি,পিওনের কাছ থেকে তোলেওনি,কাগজ ওর কাছে ফেরত আছে।ওর বয়েস ২৪. ওদের বৈবাহিক বন্ধন কি এখনো টিকে আছে?
তালাক কি হয়েছে?