আসসালামু আলাইকুম।
আমি ৩-৪ টা স্বপ্ন দেখেছিলাম কয়েক মাসের ব্যবধানে। যার সবগুলোই সত্যি হয়েছে। একটা স্বপ্ন এরকম ছিল যে,আমি একটা ঘটনা ঘটায় খুব কষ্ট পেয়েছি। আমি যখন স্বপ্নগুলো দেখেছি তখন এইসব ঘটনা ঘটার মতই কিছু হয়নি আর আমি কিছু বুঝতেও পারিনি।৬-৭ মাস পরে যখন স্বপ্ন হুবুহু সত্যি হয়ে গেল তখন আমি ঠিকই কষ্টটা পেয়েছি। স্বপ্ন দেখা এবং সত্যি হওয়ার মাঝখানের সময়টাতে আমার দ্বারা অন্যায়ও হয়েছে,আমি অনেক বেশী কান্নাকাটি করেছি আল্লাহর কাছে এই ব্যাপারে।আমি আমল করাও বাড়িয়ে দিয়েছি। আমি যে অন্যায়গুলো করেছি আমার সেই স্বপ্নগুলো সত্য হওয়ার জন্য এগুলো হবেও যা আমি পরে বুঝেছি। আমার ভেতরে বর্তমানে যেটা কাজ করছে,এই গুনাহ বা অন্যায়ের অনুতাপ।আমি খুব বেশী অনুশোচনায় ভুগছি,আমার জন্য যেটা খুবই যন্ত্রণাদায়ক।শুধু মনে হয় আমি যদি এই কাজগুলো না করতাম,কোনোভাবে যদি নিজেকে বিরত রাখতাম।জানি এটা শয়তানেরও ওয়াসওয়াসা।আবার ভাবি যে,আমি তো আগেই স্বপ্নেই দেখেছি এই জিনিসগুলো ঘটবে,আমার তাকদীরেই তো ছিল,স্বপ্নগুলোর কথা মনে হলে আমি সান্ত্বনা পাই যেহেতু হুবুহু সব সত্যি হয়েছে।কিন্তু আমার দ্বারা করা গুনাহ আমার মেনে নিতে খুব কষ্ট হচ্ছে,নিজেকে খুবই ছোট মনে হচ্ছে।আল্লাহ আমাকে ক্ষমা করবেন ইন শা আল্লাহ এই আশা রাখি,আমি প্রতিনিয়ত ক্ষমা চেয়ে যাচ্ছি। এইভাবে স্বপ্ন দেখা,ঘটনা ঘটা সবকিছু মিলে মানসিক একটা কষ্টে আছি,বিশেষভাবে অনুশোচনার কষ্ট।
আমাকে কিছু পরামর্শ দিলে উপকৃত হতাম।,আমি কীভাবে এই ব্যাপারটা নিয়ে চিন্তা করব? আমার জন্য দোয়া চাই।