আমার স্বামী যেই মেয়ের সাথে পরকীয়া করতো সেই মেয়ের কাছে আমি মিথ্যা বলেছিলাম মেয়েকে সরানোর জন্য যে আমি ৩ মাসের প্র্যাগনেন্ট।কিন্তু আমি আসলে প্র্যাগনেন্ট না।আমার স্বামী তো জানেই আমি বাস্তবে প্যাগনেন্ট না, তাও সে এটা শুনে অনেক রেগে যায় যে কেনো আমি সেই মেয়ের কাছে মিথ্যা বললাম।তাই সেই মেয়ের কাছে ভালো সাজার জন্য আমাকে আর সেই মেয়েকে কল কনফারেন্সে নিয়ে আমার স্বামী সেই মেয়ের সামনেই আমাকে জিজ্ঞেস করে আমি সত্যি প্র্যাগনেন্ট কিনা।আমার মায়ের কসম দিয়ে বলতে বলে।আমাই শুরুতে উওর দেইনা।পরে আমাকে গালাগালি শুরু করে, তারপর আমিও রাগে বলি যে হ্যা আমি প্র্যাগনেন্ট।সে বলে - কিভাবে? আমি বললাম যেভাবে হয় সেভাবে।সে বললো কতদিনের? আমি বললাম ২.৫ মাসের।সে জানে আমি মিথ্যা বলছিলাম।আর সে চাচ্ছিলো আমি সত্যটা বলি যেনো সেই মেয়ের সামনে তার মান সম্মান বেচে যায়।কারণ আমার স্বামী সেই মেয়েকে এভাবে মিথ্যা বলেছিলো যে আমাদের মধ্যে কিছুই হয়না।আই মিন স্বামী স্ত্রীর মত সম্পর্ক নেই।অথচ আছে।তারপর সে রাগে সেই মেয়ের সামনেই আই মিন কলে আমাকে গালাগালি করে বলে যে আমি ১৬-১৭ তারিখ বা ২৬-২৭ তারিখ বাসায় আসবো, এসে যদি দেখি তুই প্র্যাগনেন্ট না, তাহলে তোর আর আমার রাস্তা আলাদা হয়ে যাবে।আবারও বললো এভাবে যে - আমি এসে তোর মাকে সাথে করে দিয়ে গিয়ে তোকে টেস্ট করাবো, যদি দেখি তুই প্র্যাগনেন্ট না, তাহলে আল্লাহর কসম তোকে ডিভোর্স দিয়ে আসবো।আর নাহলে আমি আসার সময় ডিভোর্স লেটার নিয়ে আসবো।পরবর্তীতে সে ১৬-১৭ বা ২৬-২৭ তারিখে আর আসেনা।এর আগেই আমাদের ফোনে সব ঠিকঠাক হয়ে যায়।আই মিন ভালো করে কথা বলে আমার সাথে।আমাকে খরচের টাকাও পাঠায়।আমি তাকে পরে জিজ্ঞেস করলে বলে আমি মিথ্যা বলেছি বলে রাগে এটা বলেছে।তখন আমি জানতাম না সেই মেয়ের সাথেই তার পরকীয়া ছিলো।আমি ভাবতাম সেই মেয়ে শুধু তাকে পছন্দ করে।আমার স্বামী করেনা।পরে জানলাম আমার স্বামীও এটাতে জরিত।তাই আমার আমার স্বামীর নিয়ত নিয়ে সন্দেহ হচ্ছে।যেহেতু সে সেই মেয়ের সাথে ইমোশনালি ইনভলভ ছিলো, তাই তার নিয়ত আসলে কি ছিলো আমি বুঝতে পারছিনা।কিন্তু আমার স্বামীকে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করলে সে কখনো বলেনা যে তার নিয়ত তালাকের ছিলো।এরপর আমার ৩ মাসিক পার হয়ে যায় সে আসেনা।৩ মাসিক পার হওয়ার পরে আসে।সেই ১৬-১৭ / ২৬-২৭ তারিখেও আসেনি।একদম আমার ৩ মাসিক পার হওয়ার পরে আসে।আসার পর স্বাভাবিক ছিলো, সেই টপিকে কোনো কথাই উঠেনি।