আসসালামু আলাইকুম শায়েখ।
আমার বয়স ২৮ শারীরিক এবং মানসিক ভাবে আমি অনেক অসুস্থ থাকি বিভিন্ন মেডিসিনের কারণে ওজন অনেক বেশি। এখন আমি চার মাসের অন্তঃসত্ত্বা। আমি ওয়াশরুমে গেলে টয়লেট শেষে পানি দিয়ে নাপাকি ভালোভাবে ধুয়ে ফেলি। কিন্তু টিস্যু ব্যভার করতে গেলে আমার বাম হাতের সাহায্যে আমার ঘারের রগ টান খায় প্রায়ত তাই মাঝে মাঝে কষ্টের কারণে আমি ডান হাত ব্যবহার ক্ক্রে ফেলি। এমতাবস্থায় আমার করনিয় কি?