আসসালামু আলাইকুম।আমি একটা সমস্যায় আছি কি করবো বুঝতে পারছি না, আমার বাসায় দ্বীন পালনে অনেক সমস্যা হচ্ছে।আমি কোনো ইসলামিক বই পড়তে পারি না, আমাকে অনেক বকাঝকা করা হয়, দ্বীন এর কোনো জ্ঞান অর্জন করতে পারি না পরিবার থেকে অপছন্দ করে জিনিসটা, আমার দ্বীন এর কাজগুলো করতে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি স্বাধীনভাবে কিছুই করতে পারি না, কোরআন পড়তে আমার ভালো লাগে, কুরআনের সাথে সময় কাটাতে পারলে আমার অনেক ভালো লাগে কিন্তু আমি পারি না। দ্বীন এর কাজগুলো করলে মনোমালিণ্য হয়ে যায়, আম্মু এগুলো একদম পছন্দ করে না। যখন থেকে গুরুত্ব সহকারে দ্বীন পালনের চেষ্টা করছি, আম্মুর সাথে একটা দুরুত্ব তৈরি হয়ে যায় আমি উনার অপছন্দের পাত্র হয়ে গেলাম। আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি, পরিবারের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছি। আম্মু যখন আমার দ্বীন এর কাজ গুলো করাতে আমাকে বকাঝকা করে তখন আমার অনেক কষ্ট হয়। আমি কখনো আম্মুকে কষ্ট দিতে চাইতাম না, উনি যখন যা বলতো আমি শুনে থাকতাম কিছুই বলতাম না,সবসময় নিজে কষ্ট পেয়েছি তবুও উত্তর করতাম না। এই হাদিস টা জানা ছিলো আগে থেকে, রাসূল (স :) বলেছেন, "তোমরা পিতামাতার সঙ্গে উফ শব্দটি ও করো না "। আমি সবসময় আম্মুকে অনেক শ্রদ্ধা করতাম, আমার ভাইয়েরা যদি আম্মুর সাথে খারাপভাবে কথা বলে তখন আমি ওদেরকে বলি আম্মুর সাথে ভালোভাবে কথা বলার জন্য। কিন্তু আম্মু কখনো আমাকে বুঝলো না,উনি সবসময় আমার পেছনে পরে থাকেন আমি যেটা করি সেটাই দোষ, বিশেষ করে দ্বীন এ ফেরার পর থেকে এমন টা হয়, আমি যে দ্বীন এর কাজগুলো করছি এগুলো উনি একদম পছন্দ করেন না। উনার জন্য আমার অনেক কষ্ট হয়, উনার আখিরাতের কি হবে অনেক ভাবে বুঝানোর চেষ্টা করেছি তবে ব্যর্থ হয়েছি। দ্বীন এর কথা বলা ও যায় না, অমনি বকা দেয়। এমন টা কেন? প্রথম প্রথম বকাঝকা খেয়ে ও ইবাদাত আমল করতাম, কষ্ট পেতাম প্রতিউত্তর করতাম না,আমার একটা দুর্বলতা ছিলো উনি আমার মা তো তাই আমি সবসময় সহ্য করতাম, আমি যদিও কিছু বলতাম না, কিন্তু উনি আমার সাথে ভালো করে কথা বলতেন না, সম্পর্কে দূরত্ব বাড়তে থাকলো। এভাবে যেতে যেতে পরে একসময় দেখা গেলো আমি ইবাদাত আমল কমিয়ে দিলাম, ইসলামিক বই, কুরআন আগের মতো পড়া হয় না, আগে ও পড়তে পারতাম না উনার সামনে লুকিয়ে লুকিয়ে পড়তাম উনি বাসায় না থাকলে, যখন আমি কমিয়ে দিলাম তখন দেখা গেল আগের মতো বকাবকি হয় না, অশান্তি ও তেমন হয় না,আমার অনেক ভয় কাজ করে কখন জানি আম্মু দেখে যাবে, স্থিরভাবে কিছুই করতে পারি না, আমার কেমন খারাপ লাগা শুরু হলো, মনে হলো দ্বীন থেকে দূরে সরে যাচ্ছি। ইবাদাত এ আমি প্রশান্তি পায় কিন্তু ইবাদাত টা ঠিকভাবে করতে না পারলে আমার অশান্তি লাগে। আমি এখন কেমন যেন হয়ে যাচ্ছি আমার এখন মনে হচ্ছে আমি হারিয়ে যাচ্ছি দ্বীন ধরে রাখা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমি উনার সাথে অনেক কম্প্রোমাইজ করার চেষ্টা করেছি কিন্তু উনি আমাকে একদম বুঝে না, অনেক অবহেলা করে। দ্বীন এর জ্ঞান অর্জন করার অনেক ইচ্ছা আমার কিন্তু আমি তা পারছি না। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রথম বর্ষে ফাইনাল পরীক্ষা দিয়েছি এই বছর, ভার্সিটি তে আমার একদম ভালো লাগে না, এর আগে গার্লস স্কুল আর গার্লস কলেজে পড়ছি যেটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত ছিলো এখন বুঝতে পারছি, আমি চাইছি সহশিক্ষা ছেড়ে দিতে, আমি কন্টিনিউ করতে চাই না, ওখানে আমার ভালো লাগে না। এদিকে বাসায় থেকে দ্বীন পালন করা অনেক কষ্টকর হয়ে পড়েছে, আমি আর পারছি না। এভাবে তো আমি দ্বীন থেকে হারিয়ে যাবো।আমি এখন কি করবো?বিয়ের জন্য যে প্রপোজালগুলো আসছে সেগুলো দ্বীনদার না, আমি রাজি না, আমি দ্বীনদারিতাকে প্রাধান্য দিতে চাই কিন্তু উনারা চাই দুনিয়াবি দিক দিয়ে সব ঠিকঠাক হওয়া চাই দ্বীনদারিতাকে খুব একটা প্রাধান্য দিতে চাই না। কিছুদিন আগে একটা আপুর কাছ থেকে আহলিয়া সাইট এর কথা জানতে পারলাম, ভেবেছি আমার বায়োডাটা টি ওখানে জমা দিবো। এই মুহূর্তে আমার আসলে কি করা উচিত?দ্বীন এর স্বার্থে এখন আমি যদি শহরে বাসা নিয়ে টিউশন করে যদি ওখানে থাকি ওখানে দ্বীন এর জ্ঞান অর্জন করি তাহলে এটা কি ঠিক হবে? যদিও পরিবার ছাড়া একা থাকতে আমার অনেক কষ্ট হয়ে যাবে, আমি আরো আগে হল এ সিট পেয়েছিলাম কয়েকবার ভেবেছি চলে যাবো, কিন্তু বার বার পরিবারের কথা ভেবেছি, আমার পরিবারের কি হবে, আমার তো দাওয়াহ দেওয়া উচিত, কোনো কিছু করতে পারছি না উল্টে আমি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সবকিছু মেনে নেওয়া গেলেও ঈমানের ক্ষতি টা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আচ্ছা, এখন যদি আমি শহরে বাসা নিয়ে থাকি তাহলে আমাকে ভার্সিটি তে ক্লাস করার নাম করে যেতে হবে এছাড়া আর উপায় নেই,কিন্তু আমি তো নিয়ত করেছিলাম সহশিক্ষা ছেড়ে দিবো। এখন আমি কি করবো? আমি যদি ভার্সিটি ছেড়ে দি আর ভার্সিটির কথা বলে বাসায় থাকি ওখানে দ্বীন পালন করি, কিন্তু ক্লাস না করি পরীক্ষা না দি তাহলে এভাবে মিথ্যা বলা টা কি ঠিক হবে, আমার নিজের কাছে খুব অপরাধী মনে হবে, কিন্তু সহশিক্ষা তো হারাম। নাকি কোনোভাবে কন্টিনিউ করবো না পারতে? আচ্ছা, আমার কি এভাবে পরিবার ছেড়ে থাকাটা ঠিক হবে?এই মুহর্তে আমার কি করা উচিত হবে?