আমি প্রোফেট (সা‌‌:) সুন্নাহ অনুযায়ী ৩ প্রকারের মে কোনো এক ভাবে চুল রাখতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশি করার জন্য। এখন এই মুহূর্তে মা-বাবা যদি এই সুন্নাহ পালন করতে না দেন তাহলে কি তাদের অবাধ্য হয়ে সেই সুন্নাহ পালন করতে পারবো ?
উল্লেখ্য এই সুন্নাহ পালন করতে না দেয়ার কারণ হলো দ্বীনবিমুখীতা অথবা এই সুন্নাহকে হেয় বা ছোট করে দেখা অথবা দ্বীন থেকে সমাজ ও সমাজের রীতি নীতিকে বেশি প্রাধান্য দেয়া (আল্লাহু আলাম)