ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অ্যাফিলিয়েট শব্দের বাংলা অর্থ অধিভুক্ত। কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের পণ্য বা সেবা তৃতীয় পক্ষ হিসেবে প্রমোট করা বা বিক্রি করে কমিশন নেওয়া কে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে।
সহজভাবে বলতে গেলে, কোন প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েট প্রোগ্রামের আওতায় পণ্য বিক্রি করার প্রক্রিয়াকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলা যায়। সাধারণ মার্কেটিং থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং একটু আলাদা।
ব্যাংকের সুদি কোর্স ব্যতিত বাদবাকী কোর্স গুলো
এফিলিয়েট মার্কেটিং করে বিক্রি করলে মুনাফা হারাম হবে না।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) অনলাইন কোর্সের প্রোমোশনের জন্য পোষ্টার + ভিডিও বানিয়ে সেটাতে মিউজিক + মেয়ে মানুষ সেট করে পোষ্ট করা জায়েয হবে না।
(২) এসব কোর্স প্রোমোট করে কি টাকা কামানো জায়েয হবে না। কেননা ফটো ও মিউজিক সহ পোষ্ট দেয়া হচ্ছে।
ফেবু/ ইউটিউব লিংক থেকে যেকেউ কোন প্রডাক্ট কিনলে সেটার ডিরেক্ট / ইনডিরেক্ট কমিশন নাজায়েয হবে না যদি পণ্যটি হালাল হয়।